বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলের (IPL 2023) সবচেয়ে উত্তেজক ম্যাচ কোনটা? এই প্রশ্নটা উঠলে ৯০ শতাংশ দর্শক একই উত্তর দেবেন। আর সেই ম্যাচটি হল গুজরাট টাইটান্স (GT) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচ। সেই ম্যাচে বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি কেকেআর। কিন্তু মাঝে রশিদ খানের (Rashid Khan) হ্যাটট্রিক তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তারপর প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে দলকে জয় উপহার দিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।
ওই ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে উমেশ যাদব স্ট্রাইক ফিরিয়ে দিয়েছিলেন রিঙ্কুকে। এরপর পরপর পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু। সেটা ছিল কেকেআরের চলতে মরশুমের দ্বিতীয় জয়।
গুজরাট টাইটান্স অবশ্য সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠে বেশ ভালই ছন্দে রয়েছে বর্তমানে। পর পর ম্যাচ জিতে চলেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। কিন্তু ওই দিনের পর থেকে আর প্রথম একাদশে দেখা যায়নি জশ দয়ালকে। কিন্তু কেবলমাত্র একটি ম্যাচে অভাবনীয় খারাপ পারফরম্যান্স করার জন্য পুরোপুরি তাকে ছেঁটে ফেলাটা কি কোনও ক্রিকেটারের পক্ষে ক্ষতিকারক নয়?
এবার দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানালেন এই সিদ্ধান্তের আসল কারণ। জশ কে নিয়ে মন্তব্য করে হার্দিক করতে গিয়ে হার্দিক বলেছেন, “কলকাতা ম্যাচের পর ১০ দিন ধরে অসুস্থ আছে দয়াল। তার ওজন আগের থেকে অনেক কমে গিয়েছে ৮-৯ কিলো। তবে ও অনেক কঠোর প্রচেষ্টা করছে আর আশা করি খুব তাড়াতাড়ি সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।”
তবে জশ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও ফের একবার গুজরাট টাইটান্সের প্রথম একাদশে সুযোগ পাওয়া তার পক্ষে কঠিন। কারণ তার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে অভিজ্ঞ মোহিত শর্মা নিজেকে মেলে ধরেছেন এবং একাধিকবার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন।