বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার এই সিরিয়ালটিই এই মুহূর্তে টেলিভিশনের সবথেকে পুরনো সিরিয়াল। দু বছর ধরে সম্প্রচারিত হচ্ছে মিঠাই। প্রথম থেকেই রাত আটটার প্রাইম টাইম স্লট ধরে রেখেছিল মোদক পরিবার। নতুন অনেক সিরিয়াল এলেও বদলায়নি মিঠাইয়ের স্লট। কিন্তু শেষমেষ নিম ফুলের মধুর কাছে জায়গা ছাড়তে হয় মিঠাইকে। তবে নতুন স্লটেও এগিয়ে রয়েছে মিঠাই।
সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং আদৃত রায়। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই জুটির জনপ্রিয়তা। এর আগে কয়েকটি সিরিয়ালে অভিনয় করলেও মিঠাই-ই কাঙ্খিত জনপ্রিয়তা এনে দেয় সৌমিতৃষাকে। নিজের নামের থেকেও মিঠাই নামেই বেশি জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি।
কিন্তু একথা কি জানেন, আরেকটু হলেই মিঠাই চরিত্রটি হাতছাড়া হয়ে যাচ্ছিল সৌমিতৃষার। হ্যাঁ, এই চরিত্রটির জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। বরং অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর মিঠাই হওয়ার কথা ছিল না। কিন্তু সৌমিতৃষার ভাগ্যেই লেখা ছিল এই সিরিয়াল। তাই তিনিই হয়ে ওঠেন মোদক বাড়ির বউমা।
জানা যায়, মিঠাই চরিত্রটির জন্য প্রথমে বাছা হয়েছিল অভিনেত্রী ঐশ্বর্য সেনকে। কিন্তু তিনি মিঠাই হয়ে উঠতে পারেননি। কোনো এক অজানা কারণ বশত বাদ দেওয়া হয় তাঁকে। তাঁর পরিবর্তে প্রস্তাব যায় সৌমিতৃষার কাছে। বাকিটা সকলেরই জানা। এই চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে উঠেছেন তিনি। ময়রা বাড়ির মেয়ে থেকে শুরু করে মোদক বাড়ির বউমা আর এখন দুই ছেলেমেয়ের মা, সব ভূমিকাতেই দারুণ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন সৌমিতৃষা।
পর্দায় সৌমিতৃষা দু ছেলে মেয়ের মা হয়ে গেলেও বাস্তবে কিন্তু এখনো বিয়ের পিঁড়িতেই বসেননি তিনি। তাঁর আসল বয়স ২৪ বছর। সদ্যই ফেব্রুয়ারি মাসে বৃন্দাবনে জন্মদিন পালন করেছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সেই গোটা বাংলায় জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তিনি। বড়পর্দায় এখনো ডেবিউ করতে না পারলেও ওই ইন্ডাস্ট্রিতেও তাঁর খ্যাতি কম নেই। আর এই খ্যাতির পুরোটাই নিজের দক্ষতায় অর্জন করেছেন সৌমিতৃষা।