বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে হামেশাই সরব বাংলার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ১০০ দিনের কাজের (100 days Work) টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার (Central Government)। এই অভিযোগ বহুদিন। তবে এ বার দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবি, ১০০ দিনের কাজে দুর্নীতি হয়ে থাকলে সিবিআই (CBI) তদন্ত হোক। তবে বাংলার প্রাপ্য টাকা দিয়ে দিক কেন্দ্র।
ঠিক কি বললেন অভিষেক? রবিবার কেশপুরের মোহবনিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান পরিদর্শনে যান অভিষেক। সেখান থেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গলা উঁচিয়ে নেতা বলেন, ‘‘১৫১টি কেন্দ্রীয় দল পাঠিয়েছেন। তার পরেও কেন আপনি বাংলার টাকা ছাড়ছেন না?”
কেন্দ্রকে সরাসরি তোপ দেগে অভিষেক বলেন, “একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছেন। যদি মনে হয় দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত করুন! কেউ বারণ করেনি। একশো দিনের কাজে যারা অভিযুক্ত, তাদেরকে জেলে ঢোকান। তবে যদি ২০ জন অভিযুক্ত থাকে, তার জন্য তো দু’কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না।’’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ‘‘বাংলায় ১০০ দিনের কাজে সাড়ে সাত হাজার কোটি টাকা বন্ধ। আবাস যোজনার টাকা বন্ধ। মানুষ আগামী দিন জবাব দেবে। দেড় হাজার কোটি টাকার সংসদ ভবন, না একশো দিনের কাজের টাকা? দেখুন, মানুষ কী চায়! কোনটা দরকার মানুষের জানুন।’’
অন্যদিকে, অভিষেকের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এই নিয়ে দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “টাকা তো ওরাই আটকে রেখেছে! তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লালসার কারণেই মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসে না। আর এতদিনে মানুষ এটা ভালো মতোই বুঝে গেছে। তাই ওঁর (অভিষেক) গাড়ি আটকে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।”