বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনে ৭৫ টাকার মুদ্রা (75 Rupees Coin) প্রকাশ করেছেন। মূলত, নতুন সংসদ ভবনের সূত্রপাতের দিনটিকে “স্মরণীয়” করে রাখতেই এই স্মারক মুদ্রার প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ইতিমধ্যেই এই নতুন মুদ্রার ছবি নেটমাধ্যমের দৌলতে প্রায় প্রত্যেকেই দেখে ফেলেছেন।
এদিকে, মুদ্রা সংগ্রহকারীদের কাছে বর্তমানে ৭৫ টাকার এই মুদ্রাটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে, ওই মুদ্রা প্রকাশের পরেই বেশ কয়েকটি প্রশ্নকে ঘিরে তুমুল জল্পনাও শুরু হয়েছে। মূলত, কিছু প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। কিভাবে এই ৭৫ টাকার মুদ্রা হাতে পাবেন? পাশাপাশি, কোথায় মিলবে এই মুদ্রা? এমনকি, ওই মুদ্রা দিয়ে আদৌ দৈনন্দিন লেনদেন সম্ভব কি না এই প্রশ্নগুলিই ভিড় করে আসছে সকলের মনে। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রথমেই জানিয়ে রাখি যে, ৭৫ টাকার এই মুদ্রা যে কেউ নিজের সংগ্রহে রাখতে পারবেন। তবে, যেহেতু এটি একটি স্মারক মুদ্রা তাই, এটি বাজারে চলবে না। অর্থাৎ, এক কথায় আপনি এটিকে লেনদেনের কাজে ব্যবহার করতে পারবেন না। তবে, ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য আপনি চাইলেই এই মুদ্রাকে নিজের কাছে রাখতে পারেন।
এখান থেকে করতে হবে সংগ্রহ: যদিও, এই মুদ্রা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে সরকারের কাছ থেকে টাকা দিয়ে এটি কিনতে হবে। আপনি ভারত সরকারের www.indiagovtmint.in-এই ওয়েবসাইটে গিয়ে ৭৫ টাকার মুদ্রা বুক করতে পারবেন। এদিকে, এখনও পর্যন্ত এই মুদ্রার ক্রয়মূল্য সরকারের তরফে ধার্য করা না হলেও কয়েকটি সূত্র দাবি করেছে যে, এই মুদ্রাটি তৈরি করতে যে উপাদান ব্যবহৃত হয়েছে শুধুমাত্র সেটিরই খরচ হল প্রায় ১,৩০০ টাকা। এমতাবস্থায়, এই মুদ্রা কিনতে ঠিক কত টাকা খরচ হবে তা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে।
উল্লেখ্য যে, ১৯৬৪ সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতে দেড়শোরও বেশি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত, যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে তুলতে এই মুদ্রা প্রকাশ করা হয় সরকারের তরফে।
Hon'ble Prime Minister Shri @narendramodi releases the commemorative Rs 75 coin in the new Parliament during the inauguration ceremony. #MyParliamentMyPride pic.twitter.com/BpFmPTS5sT
— NSitharamanOffice (@nsitharamanoffc) May 28, 2023
এদিকে, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানের ১০০ তম পর্ব উপলক্ষ্যে একটি মুদ্রা প্রকাশ করা হয়। জানা গিয়েছে, ওই মুদ্রাটির ওজন হল প্রায় ৩৫ গ্রাম। এমতাবস্থায়, সরকারের পক্ষ থেকে ওই মুদ্রার দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৪ টাকা।