আলিয়া নন, এই মহিলাই ছিলেন রণবীরের প্রথম স্ত্রী! জানতেন?

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ছাপ মারা ‘প্লেবয়’ রণবীর কাপুরকে (Ranbir Kapoor) বদলে দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক সময় যিনি কয়েক বছর অন্তর অন্তর প্রেমিকা বদলাতেন, এখন তিনিই স্ত্রী সন্তান নিয়ে ঘোরতর সংসারী হয়ে উঠেছেন। চুটিয়ে প্রেম করে বিয়ের কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন আলিয়া।

সে সময়ে অনেকেই কটাক্ষ করেছিলেন, রণবীরের যা স্বভাব এবার না নব বিবাহিতা স্ত্রীকে ফেলেই পালান! কিন্তু অভিনেতা বরাবর আলিয়ার পাশে থেকেছেন। মেয়ে রাহা এখন তাঁর নয়নের মণি। তবে আলিয়া যে রণবীরের প্রথম স্ত্রী নন সেটা কি জানতেন? তাঁর আগেও আরো এক ‘স্ত্রী’ রয়েছে রণবীরের। কিন্তু কখনো তাঁর সঙ্গে পরিচয় হয়নি অভিনেতার।

Alia-Ranbir

ব‍্যাপারটা কী? আসলে একবার এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে একথা নিজেই ফাঁস করেছিলেন রণবীর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনুরাগীর সঙ্গে সবথেকে স্মরণীয় ঘটনা কী তাঁর কাছে? অভিনেতা অভিনেত্রীদের বহু ভক্তই যাদের বলা যায় ‘ডাই হার্ড ফ‍্যান’। প্রিয় নায়ক বা নায়িকাকে এক ঝলক দেখার জন‍্য সবকিছু করতে রাজি থাকে তাঁরা।

এমন একজন ভক্ত ছিল রণবীরেরও। সমস্ত সীমা অতিক্রম করে অভিনেতার বাড়ির গেটের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, মেয়েটিকে তিনি কখনো দেখেননি। তাঁর অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী জানিয়েছিলেন, একটি মেয়ে পুরোহিতকে সঙ্গে নিয়ে এসেছিল। রণবীরের অ্যাপার্টমেন্টের গেটের সঙ্গেই বিয়ে করেছিল সে ভক্ত।

অভিনেতা বলেছিলেন, তিনি পরে দেখেছিলেন গেটে তিলক লাগানো আর কিছু ফুল ছড়ানো। রণবীরকে না পেয়ে তাঁর অ্যাপার্টমেন্টের গেটকেই বিয়ে করে নিয়েছিল মেয়েটি। তবে রণবীর মজা করে বলেছিলেন, ওই মেয়েটিই তাঁর ‘প্রথম স্ত্রী’। কিন্তু দুঃখের বিষয়, নিজের প্রথম স্ত্রীর সঙ্গে এখনো তাঁর আলাপ হয়নি। তবে তাঁর আলাপ করার ইচ্ছা আছে বলেও জানিয়েছিলেন অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর