বাংলাহান্ট ডেস্ক : বিশ্ব উষ্ণায়ন (Global Warming) নিয়ে ক্রমশই চিন্তার ভাঁজ পরছে গবেষকদের কপালে। তাপমাত্রা বৃদ্ধি থেকে শুরু করে সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়া থেকে অসময়ে বৃষ্টিপাত। এই সমস্ত কিছুই যথেষ্ট ভাবিয়ে তুলছে গবেষকদের। তবে এই সবকিছুর উর্ধ্বে গিয়েও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হিমালয়ের হিমবাহ (Himalayan Glacier Melting) গলে যাওয়ার ঘটনা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টের একটি গবেষণা রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ৬৫ গুন দ্রুত হারে গলেছে হিমালয়ের হিমবাহ। আর এতেই চিন্তিত গবেষকরা। তাঁদের মতে, এভাবে চলতে থাকে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আরও বেড়ে যাবে।
এই গবেষণার প্রধান গবেষক ফিলিপ্পাস ওয়েস্টার জানান, ‘পরিবেশ আগে থেকে অনেকটাই তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে বরফ গলতে এটাই স্বাভাবিক কিন্তু যে হারে বরফ গলছে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে’। গবেষকদের দাবি, এই শতকের শেষের দিকেই ৮০ শতাংশ হিমালয়ের হিমবাহ গলে যেতে পারে।
যদিও এই ঘটনার জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করছেন গবেষকরা। এর আগেও বহুবার বিশ্ববাসীকে সতর্ক করা হয়েছে গবেষকদের তরফে। যদিও লাভের লাভ হয়নি কিছুই। গবেষকদের দাবি, এই দশকের মধ্যে ৫০ শতাংশ বরফ গলে যাবে ফলে ক্ষতির মুখে পড়তে পারে একাধিক দেশ। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই তালিকায় রয়েছে আমাদের দেশ ভারত। এছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, এবং ভুটান রয়েছে ICRMOD র মধ্যে।
উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিশ্ববাসিকে বহুবার সতর্ক করেছেন গবেষকরা। কোনোভাবেই যাতে সার্বিক উষ্ণতা ২ ডিগ্রি না বৃদ্ধি পায় সেজন্য বহুবার বৈঠক সেরেছে বিভিন্ন দেশ। কিন্তু হয়নি কিছুই। গোটা বিশ্বজুড়েই তৈরি হচ্ছে একের পর এক কলকারখানা। চলছে গাছকাটা। যার ফলে বেড়ে চলেছে বায়ু দূষণ। আর এর ফলে আগামী দিনে ধেয়ে আসতে পারে বড়সড় কোন প্রাকৃতিক বিপর্যয় এমনটাই বলছেন গবেষকরা।