বাংলা হান্ট ডেস্ক : ২০২৩ এর পঞ্চায়েত ভোটে কার্যত সবুজ ঝড়। রাজ্য জুড়েই দাপট দেখিয়েছে তৃণমূল শিবির (Trinamool Congress)। এরই মধ্যে কোথাও কোথাও ফুটেছে পদ্মও (Bharatiya Janata Party)। ১২ জুলাই দুপুর ১ টায় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১২ টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে বিজেপি। শাসকদলের জয়জয়কারের পরও থামছে না অশান্তি।
ভোটের ফল ঘোষণার পরই বীরভূমের মল্লারপুরে নিখোঁজ হয়ে গেলেন জয়ী বিজেপি প্রার্থীর স্বামী। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী সাধনা বাগদী। পরিবারের দাবি, এরপর সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বিজেপি প্রার্থীর স্বামী। নিখোঁজ-রহস্যের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। মল্লারপুর থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আবার, প্রায় ১ দিন নিখোঁজ থাকার পর, সন্ধান মিলেছে উত্তর ২৪ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকার তৃণমূল প্রার্থীর। আইএসএফ প্রার্থীর জয় আটকাতে তাঁকে অপহরণের অভিযোগ ওঠে নিজের দলেরই কর্মীদের বিরুদ্ধে। হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল। কিন্তু ৫৭ নম্বর বুথটি ছিনিয়ে নেয় আইএসএফ। তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইলকে ভোটে হারিয়ে দেন আইএসএফ প্রার্থী মহম্মদ ইসলমাইল। নিয়ম অনুযায়ী, বিজয়ী প্রার্থীর সার্টিফিকেটে তাঁর প্রতিদ্বন্দ্বীর সই লাগে। পরিবারের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই অদ্ভূতভাবে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে, তাঁকে শেষবার হাবড়া ২ নম্বর ব্লকের গণনাকেন্দ্র, অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাইস্কুলে দেখা যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না বলে দাবি।
তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল মণ্ডলের বাবার দাবি, আইএসএফ প্রার্থী ইসমাইল মণ্ডলের জয়ের শংসাপত্রে বিরোধী প্রার্থীর সই দরকার। অভিযোগ, সই আটকাতে নিজেদের প্রার্থীকেই গতকাল গণনা কেন্দ্র থেকে অপহরণ করে তৃণমূল। ভয়ে থানায় যেতে পারেনি নিখোঁজ তৃণমূল প্রার্থীর পরিবার।
গতকাল পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ময়ূরেশ্বর ১ব্লকের দক্ষিনগ্রাম পঞ্চায়েতের ১৫ টি গ্রাম সংসদের আসনে ১৫টি দখল করে তৃণমূল। সেই গ্রাম পঞ্চায়েতে ৮ই জুলাই নির্বাচনের দিন ভোট লুটের অভিযোগ উঠে শাসকদলের বিরুদ্ধে। ফলস্বরুপ ১০ই জুলাই দক্ষিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৩০নং বুথ কুসুমী হাইস্কুলে পুননির্বাচন হয়। অভিযোগ গতকাল দুপুর ৩টে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন কুসুমী সংসদের বিজেপি প্রার্থী সাধনা বাগদীর স্বামী প্রভাকর বাগদী। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তার। গভীর রাত অবধি তার কোনো খোঁজ না পেয়ে অবশেষে আজ বুধবার সকালে মল্লারপুর থানায় মিশিং ডাইরি করা হয় পরিবারের পক্ষ থেকে।
অপর দিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, ঐ এলাকা অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক দীনবন্ধু মন্ডলের অভিযোগ তাদের প্রার্থীর স্বামী শাসকদলের ভোট লুট করতে বাধা দেয় যার জেরে তাকে অপহরন করেছে শাসকদল। যদিও অভিযোগকে মান্যতা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব, ধীরেন্দ্রনাথ ব্যানার্জী ঘটনাক্রমে জানান হেরে যাওয়া প্রার্থী যার কোনো মূল্য নেই তার স্বামীকে অপহরন করে তৃণমূলের কোনো লাভ নেই,মিথ্যা অপপ্রচার করছে বিজেপি।