BCCI-এর একটা ভুল সিদ্ধান্ত! শেষ হতে চলেছে ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সেই হারের ধাক্কা ভুলে আবার নতুন করে শুরু করতে চাইছেন রোহিত শর্মারা। সেই লক্ষ্যে যাত্রাটা ভালোই শুরু হয়েছে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) একজন ওপেনার হিসেবে যেভাবে ভারতীয় দলে নিজের অভিষেক ঘটিয়েছেন তা দেখে সকলে মুগ্ধ।

দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হলেও নিজের শতরানের জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন যশস্বী। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে দেশের বাইরে নিজের টেস্ট অভিষেকে শতরান করার রেকর্ড গড়েছেন তিনি। রোহিত শর্মার সঙ্গে তার ওপেনিং পার্টনার ভবিষ্যতে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে তার সাফল্যের মধ্যে একটা বিষয় ভুলে গেলে চলবে না। কিছুদিন আগে অবধিও ভারতীয়রা যে তরুণ ক্রিকেটারকে নিয়ে মেতেছিলেন, সেই শুভমান গিলই এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধেও বড় রান করতে ব্যর্থ হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি হতাশ করেছিলেন। তারপর থেকেই তিনি বড় দলের বিরুদ্ধে রান করতে পারেন না এমন অপবাদে জুটেছিল তার কপালে। সেই অপবাদ হয়তো তার মনঃসংযোগে ব্যাঘাত ঘটিয়েছে। সেই কারণেই অতি সহজে নিজের উইকেট খুঁইয়ে এসেছেন তিনি ডমিনিকা টেস্টে।

Shubman Gill

রোহিত শর্মা জানিয়েছেন ওপেনিংয়ে ডান-বাঁ কম্বিনেশন তৈরির জন্য যশস্বী-কে বেছে নেওয়া হয়েছে তার ওপেনিং পার্টনার হিসেবে। এমনটাও শোনা গিয়েছে যে পূজারার মত তারকার অনুপস্থিতিতে শুভমান গিল নিজে থেকে যেচে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে তিন নম্বরে ব্যাটিং করার দায়িত্ব হচ্ছে নিয়েছিলেন।

কিন্তু এই কাজটা করতে গিয়ে এখন মনে হচ্ছে নিজের টেস্ট কেরিয়ারটা নিয়েই বড় ঝুঁকি নিয়ে ফেলেছেন শুভমান। তবে তার হাতে এখনো দ্বিতীয় টেস্ট ম্যাচটা রয়েছে এই বিশেষ ব্যাটিং পজিশনে নিজের যোগ্যতা প্রমাণ করার। সেটা যদি তিনি না করতে পারেন তাহলে বিসিসিআই ক্রমাগত তাকে এই পর্যায়ে কতদিন সুযোগ দিয়ে যায় তা দেখতে আগ্রহী হয়ে থাকবেন সকলেই।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর