বাংলা হান্ট ডেস্ক: এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম “YONO অ্যাপ” (SBI YONO App) শীঘ্রই Google Pay, PhonePe এবং Paytm-এর মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপকে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে। মূলত, এই ব্যাঙ্ক YONO অ্যাপে গুরুত্বপূর্ণ একটি পরিষেবা শুরু করেছে। এমন পরিস্থিতিতে, দেশের এই বৃহত্তম ব্যাঙ্ক, শীঘ্রই দেশের বৃহত্তম ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হতে পারে।
মূলত, এখন যে কেউ SBI-এর YONO অ্যাপে UPI পেমেন্ট করতে পারবেন। এমনকি, এর জন্য আপনার SBI-তে অ্যাকাউন্ট না থাকলেও চলবে। এমন পরিস্থিতিতে, অন্য কোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলেও, আপনি YONO অ্যাপে UPI পেমেন্টের জন্য রেজিস্টার্ড করতে পারেন।
এই ফিচার্সগুলি YONO অ্যাপে পাওয়া যাবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, YONO অ্যাপে UPI পেমেন্টকে সহজ করতে SBI ইতিমধ্যেই এমন কিছু দুর্দান্ত ফিচার্স উপলব্ধ করেছে, যেগুলির কারণে সাধারণত সবাই অন্যান্য পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে QR কোড স্ক্যান করে অর্থ প্রদানের সুবিধা সহ ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের অর্থ প্রদানের সুবিধার মতো গুরুত্বপূর্ণ ফিচার্স।
উল্লেখ্য যে, SBI চলতি মাসের শুরুতেই YONO অ্যাপের এই নতুন ফিচার্স চালু করেছিল। SBI YONO অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আইফোন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এমতাবস্থায়, SBI-এর এহেন পরিষেবা PhonePe, Google Pay এবং Paytm-এর মতো পেমেন্ট পরিষেবা সংস্থাগুলিকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করবে।
এইভাবে আপনি YONO অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন: আপনার অ্যাকাউন্ট SBI-তে না থাকলেও আপনি YONO অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট সহজেই করতে পারবেন। জেনে নিন সেই প্রক্রিয়া….
১. প্রথমে আপনার ফোনে SBI YONO অ্যাপ ডাউনলোড করুন।
২. এরপরে, “New to SBI” অপশনের ঠিক নিচে থাকা “Register Now”-তে ক্লিক করুন।
৩. এবার একটি নতুন পেজ খুলবে। যেখানে আপনি একাধিক অপশন দেখতে পাবেন। আপনাকে “Register to Make UPI Payments”-এ ক্লিক করতে হবে।
৪. এরপরে, আপনাকে আপনার ফোনের সেই সিমটি বেছে নিতে হবে, যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত রয়েছে।
৫. এবারে আপনাকে আপনার ফোন নম্বরটি ভেরিফাই করতে হবে। এর জন্য আপনার নির্বাচিত নম্বর থেকে একটি SMS পাঠাতে হবে।
৬. মনে রাখবেন, শুধুমাত্র ভারতীয় মোবাইল নম্বর থেকেই এই অ্যাপে UPI পেমেন্ট করা যাবে। যেখানে SMS-এর জন্য আপনাকে স্বাভাবিক চার্জ দিতে হতে পারে।
৭. আপনার ফোন নম্বর ভেরিফাই করার পরে, আপনি আপনার UPI আইডি তৈরি করতে লিস্ট থেকে আপনার ব্যাঙ্ক বেছে নিতে পারেন।
৮. এরপরে SBI YONO অ্যাপের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হবে।
৯. আপনি উপরের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাবেন। এদিকে, YONO অ্যাপে আপনি ৩ টি UPI আইডি দেখতে পাবেন। যেখান থেকে আপনি আপনার পছন্দের আইডিটি বেছে নিতে পারেন।
১০. এরপর রেজিস্টার্ড হয়ে গেলে, আপনি UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট শুরু করতে পারেন। তবে, এরজন্য আপনাকে একটি MPIN (Mobile-PIN) তৈরি করতে হবে। যেটি ৪ থেকে ৬ সংখ্যার হতে পারে।