মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে উচ্চপর্যায়ের তদন্ত, চাই আর্থিক ক্ষতিপূরণও! মুখ্যমন্ত্রীর কাছে দাবি নওশাদের

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাড়খাড় হয় হাওড়ার মঙ্গলাহাট (Howrah Mangalahat Fire)। গভীর রাতে এই হাটে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে প্রায় ৪ হাজারের বেশি দোকান। পুজোর আগে ব্যাপক আর্থিক ক্ষতির কথা ভাবতেই শিউরে উঠছেন ব্যবসায়ীরা। দুর্ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও কবে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরবে জানা নেই কারোর।

এই আবহেই বুধবার মঙ্গলাহাটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দৃষ্টি আকর্ষণ করলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক (Bhangar MLA) নওসাদ সিদ্দিকী (Nawsad Siddique)। বিধায়কের দাবি, এই ঘটনার পেছনে কারও হাত থাকলে সেই নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ।

শুধু তাই নয়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার আবেদনও জানিয়েছেন আইএসএফ বিধায়ক। যাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আগামী দিনে যথাস্থানে নিরাপদে ব্যবসা করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য তৃণমূল সুপ্রিমোর দৃষ্টি আকর্ষণ করেছেন নওসাদ।

naushad siddiqui

প্রসঙ্গত, ঘটনার পরদিনই একুশে জুলাইয়ের সমাবেশের পর হাওড়ার মঙ্গলাহাট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন সেখানের ব্যবসায়ীদের অধিকাংশ। সেইসময় অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর