পাত্তা পাবে না S-400! এবার আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বানাচ্ছে ভারত, আতঙ্কে শত্রুরা

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরীর পরিকল্পনা করছে ভারত। বলা হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম হার মানাতে পারে S-400 কেও। নতুন এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) ৪০০ কিলোমিটার দূরে থাকা শত্রুকেও ঘায়েল করতে সম্ভব। ভারতের এই নতুন সিস্টেমটির নাম দেওয়া হয়েছে LRSAM।

এই LRSAM’র পুরো অর্থ লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। সারা পৃথিবীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে। নতুন এই সিস্টেম তৈরি হলে ভারত ঢুকে পড়বে সেই দেশগুলোর তালিকায়। বহুদিন ধরেই ভারত চাইছে প্রতিরক্ষাখাতে স্বনির্ভর হতে। LRSAM তৈরি হলে সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভারতের।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শীঘ্রই পেশ করা হবে LRSAM এর প্রস্তাব। ভারতের প্রতিরক্ষা বিভাগে LRSAM এর অন্তর্ভুক্তির পর ভারত ৪০০ কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হবে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এই সিস্টেম বসানো হতে পারে চীন ও পাকিস্তান সীমান্তে।

s400missilesystem 2 0

পাকিস্তান বা চীন সীমান্ত দিয়ে যদি শত্রুপক্ষ আঘাত হানার চেষ্টা করে তাহলে অনেক দূর থেকেই ভারতের LRSAM শত্রুকে প্রতিহত করতে পারবে। তিন স্তরের সারফেস টু এয়ার মিসাইল হিসেবে LRSAM কাজ করবে। শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র এর দূরত্ব অনুযায়ী সক্রিয় হবে এটি এবং তা শনাক্ত করে লক্ষ্য অনুযায়ী ধ্বংস করতে সক্ষম হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর