বাংলাহান্ট ডেস্ক : সময়টা উনিশ শতকের শেষের দিক। সেই সময় মানুষ যখন গাড়ি চালিয়ে যেত ঠিক তখন রাস্তার বাম দিক দিয়েই যাতায়াত করত। যে দেশগুলি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল এবং ব্রিটিশদের থেকে যারা স্বাধীনতা পেয়েছিল তাদের ক্ষেত্রেই এই নিয়মটি চালু ছিল। আসলে ব্রিটিশরা নিজেরা এখনও বাম দিক দিয়ে গাড়ি চালায়।
আসলে, আয়ারল্যান্ড, মাল্টা এবং ভারত (India) একটা সময় যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল তাই তারা এখনও সেই নিয়মই মেনে আসছে। সেই কারণেই এই দেশগুলোতে বামদিক দিয়ে গাড়ি চালানো হয়। এই বাম দিকে চালানোর প্রচলনটি পুরোনো ড্রাইভিং অভ্যাস, স্যুইচিংয়ের খরচ এবং অসুবিধা এবং ড্রাইভারদের পুনরায় প্রশিক্ষণের অসুবিধার কারণে একই রয়ে গেছে।
বিশ্বের অধিকাংশ দেশে, মানুষ ডান দিকে গাড়ি চালায় এবং প্রায় ৭০টি দেশে বাম দিকে গাড়ি চালানোর নিয়ম রয়েছে। ভারত ছাড়াও সাইপ্রাস, হংকং, ইন্দোনেশিয়া, ভুটান, আয়ারল্যান্ড, জাপান এবং আরও অনেকে বাম দিকে গাড়ি চালায়। সীমানা অনুসারে গাড়ির কাঠামো যেমন পরিবর্তিত হয়, ট্রাফিক নিয়ম এবং গাড়ি চালানোর উপায়ও পরিবর্তিত হয়।
এখন, আসল প্রশ্ন হল ডানদিকে গাড়ি চালানো কি আদৌ সঠিক? আপাতদৃষ্টিতে, ডানদিকে ড্রাইভিং করা নিরাপদ। কারণ, বেশিরভাগ লোকেরা ডানহাতি হওয়ায় রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো তাদের পক্ষে সহজ এবং আরও স্বাভাবিক। যে চালকরা ডানদিকে ড্রাইভ করেন তারা ট্র্যাফিক আরও স্পষ্টভাবে দেখতে পান এবং মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি কমে যায়।