বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের স্মার্ট যুগে মোবাইল (Mobile) ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি, বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কি হচ্ছে সমস্ত কিছুই মুহূর্তের মধ্যে জানিয়ে দেয় মোবাইল। খবরের আপডেট থেকে শুরু করে খেলাধূলা, এমনকি সিরিয়াল-ওয়েব সিরিজ-সিনেমাও খুব সহজেই দেখা যায় মোবাইলে। এমতাবস্থায়, এবার একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডাইরেক্ট টু হোম (DTH) অর্থাৎ DTH-এর ব্যবহার এখন অনেকটা হ্রাস পেয়েছে। এর কারণ হল ওটিটি চ্যানেল। একটা সময় ছিল যখন অধিকাংশজন টাটা স্কাই এবং ডিশ টিভির মতো DTH প্ল্যাটফর্ম ব্যবহার করতেন। কিন্তু এখন ওটিটি অ্যাপগুলি ক্রমবর্ধমানভাবে সেগুলিকে প্রতিস্থাপন করছে। এমন পরিস্থিতিতে, সরকার সরাসরি মোবাইলে লাইভ DTH চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করছে। পাশাপাশি, এর জন্য আপনাকে আলাদা DTH বক্স ইনস্টল করতে হবে না। অর্থাৎ, সেক্ষেত্রে চ্যানেলগুলি ডাইরেক্ট টু মোবাইলের (D2M) ভিত্তিতে দেখা যাবে।
মোবাইলে দেখা যাবে টিভি: এই প্রসঙ্গে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা প্ল্যাটফর্ম টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় একটি পরিকল্পনা তৈরি করছে। যার মধ্যে সরাসরি DTH টিভি চ্যানেল মোবাইলে সম্প্রচার করার বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে।
যদিও, মনে করা হচ্ছে যে, টেলিকম সংস্থাগুলি এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে। কারণ এর ফলে ডেটা খরচ কমে যেতে পারে এবং সংস্থাগুলির বহু প্রতীক্ষিত 5G পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। মূলত, সংস্থাগুলি দাবি করতে পারে সবাই যদি DTH-এর মতো প্ৰযুক্তির মাধ্যমে মোবাইলে টিভি চ্যানেল দেখা শুরু করে সেক্ষেত্রে 5G-র ব্যবহার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে।
এদিকে, এই সিদ্ধান্তের ফলে DTH চ্যানেলগুলির আয়ের উপরেও সরাসরি প্রভাব পড়তে পারে। যদিও, বর্তমানে আবার DTH চ্যানেলগুলির ওটিটি প্ল্যাটফর্মগুলির কাছ থেকে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, লাইভ টিভি চ্যানেলের ফলে ডেটা খরচ হ্রাস পেতে পারে।
এমতাবস্থায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ের সাথে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা একটি সহজ উপায় বের করার চেষ্টা করছেন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিকম অপারেটররাও এতে অন্তর্ভুক্ত থাকবে। তবে, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে দেখা হবে যাতে কারোর কোনো ক্ষতি না হয় এবং সবার সম্মতিতে ব্যবহারকারীদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানিয়ে রাখি যে, এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বিষয়টির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে টেলিকম বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং আইআইটি কানপুরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। সরকারি আধিকারিকরা অনুমান করছেন যে, দেশজুড়ে 5G পরিষেবা শুরু হওয়ার সাথে সাথে ব্রডকাস্ট এবং ব্রডব্যান্ডের মাধ্যমে এই পরিকল্পনা রোলআউট করা হবে।