পোল্ট্রির মাংসে এটা কী! তদন্ত করতেই ধরা পড়ল হাড়হিম করা তথ্য, খেতেই ভয় পাবেন সবাই

বাংলাহান্ট ডেস্ক : বহু মানুষ মাংস বলতে চিকেন (Chicken) বোঝেন। চিকেন ছাড়া অনেকের আবার খাওয়াই হয়না। মুরগির মাংসের বিভিন্ন পদে মজে থাকে ৮ থাকে ৮০ সবাই। কিন্তু এই চিকেন খাওয়ার অভ্যাস আপনার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এমনকি প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটতে পারে। বহু মানুষ পোল্ট্রির মুরগির মাংস খান।

চিকেন কষা থেকে শুরু করে চিকেন তন্দুরি, বাটার চিকেন থেকে চিকেন রেজালা, চিকেন দিয়ে পদের শেষ নেই। কিন্তু আপনাকে যদি বলা হয় এই সুস্বাদু খাবার গুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ! আপনি কি তাহলে পোল্ট্রির চিকেন খাওয়া ছেড়ে দেবেন? পোল্টির চিকেন কী ধরনের বিপদ থেকে আনতে পারে আপনার জীবনে! জেনে নিন এই প্রতিবেদনে।

মুরগির বিভিন্ন পদের স্বাদ তখনই সুস্বাদু হয়ে ওঠে যখন সেই মুরগিটি তাজা বা ফ্রেশ থাকে। তবে সাম্প্রতিক সময় বহু মানুষ অভিযোগ করছেন বাজার থেকে কিনে আনা মুরগির মাংসে দেখা যাচ্ছে এক ধরনের পোকা। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি সেই ছবি তুলে পোস্টও করেছেন। সেই ছবি দেখে অনেকে রীতিমতো আতঙ্কিত।

তাই এবার থেকে আপনারা যখন চিকেন কিনতে যাবেন স্বাভাবিকভাবেই আপনাদের মনে হাজারো প্রশ্ন উঠবে। জনৈক এক ব্যক্তি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “প্রতিদিন আপনারা যারা মুরগির মাংস খাচ্ছেন তারা একটু দেখেশুনে খাবেন, প্রচুর পোকা দেখা যাচ্ছে এরকম মাংসে। নিজেরাও সতর্ক হন আপনারা। অন্যদেরও সতর্ক করুন।”

এই ব্যক্তির দেওয়া ছবিটি বহুবার শেয়ার হয়েছে ফেসবুকে। অনেকেই মন্তব্য করেছেন বাইরের মুরগি খাওয়া একদম উচিত নয়। বিশ্বস্ত জায়গা থেকে ছাড়া মুরগি কেনা উচিত নয়। অনেকেই বলেছেন দেশি মুরগি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। যদিও আমরা এই ঘটনার সত্যতা যাচাই করিনি। সমাজ মাধ্যমে দেওয়া পোস্ট ও কমেন্টের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন লিখছি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর