নুহ কাণ্ডে বড়সড় পর্দাফাঁস, ১২ পাকিস্তানি গ্রুপের তথ্য পুলিশের হাতে! সেখান থেকেই ষড়যন্ত্র?

বাংলা হান্ট ডেস্ক : জোর কদমে চলছে তদন্ত। ১২ টি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া গ্রুপ (Pakistani Social Media Group) রয়েছে পুলিসের র‍্যাডারে। ভারতের হরিয়ানা এবং রাজস্থান (Rajasthan) রাজ্যের হাজার হাজার ফলোয়ারস রয়েছে এই গ্রুপগুলিতে। গত ৩১ জুলাই ২০২৩-এ নুহতে সংঘটিত হিংসার (Nuh Violence) জন্য পুলিসের বিশেষ নজরদারিতে রয়েছে এই গ্রুপগুলি৷ হরিয়ানা পুলিস (Haryana Police) সংবাদমাধ্যমের কাছে এটি সম্পর্কে একাধিক তথ্য তুলে এনেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সঙ্গে যুক্ত অন্তত ১২টি সোশ্যাল মিডিয়া গ্রুপকে নুহ সংঘর্ষে গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুলিস জানিয়েছে, হরিয়ানা এবং রাজস্থানের মেওয়াত অঞ্চলের হাজার হাজার সদস্যের সমন্বয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছে এই গ্রুপগুলি। এই গোষ্ঠীগুলোই সক্রিয়ভাবে নুহ হিংসার ক্ষেত্র প্রস্তুত করেছিল।

এই সোশ্যাল মিডিয়া গোষ্ঠীগুলি দাঙ্গার সময় তাদের সম্প্রদায়ের পক্ষে চরম পদক্ষেপ নিতে জনতাকে প্রবল উস্কানি দিয়েছে। শুধু তাই নয়, হামলার পরে প্রচুর অভিনন্দন বার্তাও পেয়েছে। দাঙ্গার পরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনেকেই ওই গ্রুপগুলিতে সক্রিয় ছিল।

nuh

নুহ-র এসপি নরেন্দ্র বিজার্নিয়া বলেছেন, ‘পাকিস্তান থেকে পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নুহ-তে উত্তেজনা ছড়ানোর জন্য আমাদের র‍্যাডারে রয়েছে। অবশ্য এই গ্রুপগুলি বেশির ভাগ চ্যাটই মুছে দিয়েছে। আমরা সমস্ত তথ্য পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আমরা এই অ্যাকাউন্টগুলি থেকে সংঘর্ষের ভিডিওগুলি উদ্ধার করেছি। এই ভিডিওগুলি আমাদের সন্দেহভাজনদের সনাক্ত করতে সাহায্য করেছে।’

তদন্তকারী আধিকারিকরা টেলিগ্রাম গ্রুপগুলিতে তথ্য উদ্ধার করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়েন। অনেক অভিযুক্তই গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। এবং তারা কোনও রেকর্ডই রেখে যায়নি। এই অ্যাকাউন্টগুলি জাতীয় নিরাপত্তা সংস্থাগুলিরও র‍্যাডারে রয়েছে বলে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর