বাংলাহান্ট ডেস্ক : সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল মাঝেমধ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে আসে। বিএসএনএল বিভিন্ন ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যানগুলি লঞ্চ করে। সম্প্রতি বিএসএনএল এমনই একটি নতুন প্ল্যান আরম্ভ করেছে যাতে গ্রাহকরা অত্যন্ত কম খরচে আনলিমিটেড ফোন করার সুবিধা পাবেন।
যে সকল গ্রাহকরা বেশি ফোন কল করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট সাশ্রয়ী। বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) প্রযুক্তিগত দিক থেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলির চেয়ে অনেকটাই পিছিয়ে। কিন্তু বিএসএনএল এর কিছু রিচার্জ সম্ভার আছে যেগুলি অন্যান্য সংস্থাকে কুপোকাত করে দেয়। তাই অনেকেই বেছে নেন বিএসএনএলকে।
আরোও পড়ুন : ব্যবসা করার সুবর্ণ সুযোগ! পানশালা খোলার অনুমতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে পাবেন লাইসেন্স?
আকর্ষণীয় রিচার্জ অফার থাকার জন্য অনেকেই আবার সেকেন্ডারি সিম হিসেবে বেছে নিচ্ছেন বিএসএনএলকে। চলুন আজ জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই নতুন প্ল্যান সম্পর্কে। ৪৩৯ টাকার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। এই প্ল্যানের বৈধতা ৯০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা সারা দেশের যেকোনও প্রান্তে আনলিমিটেড ফোন কল করার সুবিধা পাবেন।
আরোও পড়ুন : দেশবাসীর জন্য নয়া চমক TATA’র! এল নতুন ই-সাইকেল, যাতায়াতের খরচ শুনলে হাঁ হয়ে যাবেন
মূলত যে সকল গ্রাহকরা ফোন কলসের উপর বেশি নির্ভরশীল তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। ৯০ দিনের এই প্ল্যানে পাওয়া যাবে ৩০০ টি এসএমএসের সুবিধাও। একবার এই টাকা দিয়ে রিচার্জ করলে ৯০ দিন নিশ্চিন্তে ফোন করতে পারবেন গ্রাহকরা। যাদের ডেটার থেকে ফোন কল বেশি হয় তাদের জন্য উপযুক্ত এই প্ল্যান।
হিসাব করলে আপনার এই প্ল্যানে প্রতিদিন গড় ৫ টাকা মাত্র খরচ হচ্ছে। ৩ মাসের মেয়াদের বিএসএনএল এর আরও একটি প্ল্যান আছে যা আপনাকে অফুরন্ত ডেটার সুবিধা দেবে। ৫৯৯ টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবির উচ্চ ডেটা পাবেন। এছাড়াও ৮৪ দিনের জন্য আনলিমিটেড ফোন করার সুবিধা থাকছে।