বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ার (Tollywood) মিষ্টি মেয়ে তথা মা হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার (Star Jalsha) ‘ভালোবাসা ডট কম’ সিরিয়াল দিয়ে। ভালোবাসায় মোড়া এই সিরিয়ালের শ্যুটিং-এর ফাঁকেই শুরু মধুবনীর প্রেম কাহানি। অভিনয় করতে করতে অনস্ক্রিন রোমান্স যে কখন অফস্ক্রিন রোমান্সে পরিনত হয়েছে তা কেউ বুঝতেই পারেনি। প্রেমপর্ব সেরে সাল ২০১৬ তে টুক করে বিয়েও সেরে ফেলেছিলেন এই দুই তারকা।
বিয়ের পরও বেশকিছু সময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন মধুবনী। ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তাঁর। তবে তারপর নায়িকার মনে হয়, এবার সংসারেও খানিকটা মন দেওয়া উচিত। সেই মত অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এরপরেই ২০২১ সালে রাজা মধুবনীর কোল আলো করে আসে তাদের ফুটফুটে সন্তান কেশব।
এরপর ইউ টিউব চ্যানেলে কাজ এবং নিজের একটি স্যালোঁ চালালেও অভিনয় জগতের দিকে ফিরেও তাকাননি মধুবনী। কারণ হিসেবে জানিয়েছিলেন মাতৃত্বকালীন প্রতিটি মুহুর্তকে তিনি উপভোগ করতে চান। টাকার পেছনে ছুটে কেশবের সাথে কাটানো মুহূর্তগুলোয় কোনও কাটছাট করতে রাজি নন তিনি। তবে এবার বোধহয় সেই পর্ব মিটেছে। কারণ স্টুডিওপাড়ার গোপন খবর, খুব শীঘ্রই ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন সকলের প্রিয় তোড়া।
আরও পড়ুন : সুখবর, চলছে কর্মী নিয়োগ! ইন্টারভিউ পাশ করলেই কলকাতা পুরসভায় ২৬ হাজার টাকার চাকরি
দীর্ঘ চার বছর পর আবার একবার লাইট ক্যামেরার দুনিয়ায় পা রাখবেন মধুবনী। মাঝে অনেক সিরিয়ালেরই অফার এসেছিল যদিও। কিন্তু প্রতিটি সিরিয়ালই সেইসময় তিনি নাকচ করেন। আর অবশেষে চার বছরের বিরতিতে দাঁড়ি টেনে কাজে ফিরছেন মধুবনী। সান বাংলার আসন্ন সিরিয়াল ‘শ্যামা’র চরিত্রে দেখা যাবে তাকে। ‘সান বাংলা’-এ সদ্য শুরু হয়েছে সিরিয়ালটি।
আরও পড়ুন : রঙ-রূপ সব থাকতেও মেলেনি কাজ! এই একটি কারণে আমিশার সাথে সিনেমা করেননি শাহরুখ
এই প্রসঙ্গে নায়িকা বলেন, “এই চার বছরে আমি প্রচুর সিরিয়ালের সুযোগ পেয়েছি। মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য অনেকে বলেছিলেন। কিন্তু কেশব হওয়ার পর আমার নিজের মনে হয়েছিল, ছেলেকে সময় দেওয়া প্রয়োজন। আর আমার ছেলে যেহেতু করোনা পরিস্থিতির সময় জন্মেছে, তাই বাইরে থেকে কাউকে রাখিনি ওকে দেখার জন্য। আর এই নতুন সিরিয়ালে আমায় প্রতি দিন ১৪ ঘণ্টা সময় দিতে হবে না। মাসে সাত-আট দিন শুটিং করলেই হবে। তাই আমার মনে হল এ ক্ষেত্রে আমার কাজেও ফেরা হল। আবার কেশবকেও সময় দিতে পারব।”