বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত শুক্রবার অর্থাৎ ১৮ই আগস্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বিসিসিআই (BCCI) সচিব জয় শাহকে একটি আমন্ত্রণ জানিয়েছেন। জানা গিয়েছে যে যিনি বিসিসিআই-এর সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতিকে মুলতানে, আগামী ৩০শে আগস্ট পাকিস্তান ও নেপালের মধ্যে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুধুমাত্র জয় শাহকে আমন্ত্রণ জানানো নয়, তার পাশাপাশি পিসিবি এই উদ্বোধনী ম্যাচের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য অন্যান্য ক্রিকেট বোর্ডেগুলির প্রধানদেরও ওই ম্যাচের দিন আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি-র তরফ থেকে যে শাহকে আমন্ত্রণটি তার পাকিস্তান সফরের জন্য করা হয়েছে সেটা তিনি গ্রহণ করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল।
গত আইসিসি সমাবেশে ডারবানে তাদের বৈঠকের সময় পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ নিজে মৌখিক আমন্ত্রণের জানিয়েছেন জয় শাহ-কে। পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদনে পূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে শাহ আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে বিসিসিআই-এর সচিব নিজেই তাকে নিয়ে করা এই দাবি অস্বীকার করেন।
জয় শাহ এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা সেটা সময় বলবে। যদি শেষ পর্যন্ত তাকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা না যায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ভারত বরাবরই ক্রিকেট সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলেছে গত কয়েক বছর ধরে। কোনও বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের মুখোমুখি হওয়ার ব্যাপারে সাফ না করে দিয়েছে ভারত।
আরও পড়ুন: ধোনি, কোহলিও পারেননি অধিনায়ক হয়ে, এমনই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বুমরা! বার্তা দিলেন BCCI-কে
তাই অমিত শাহ পুত্র এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। তবে আপাতত সেই নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার সময় নেই। কারণ জয় শাহকে কিছুদিনের মধ্যেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে হবে এশিয়া কাপের দল নির্বাচনে বিষয়টি নিয়ে। বিসিসিয়াই এখন সেই বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত।