বাংলা হান্ট ডেস্ক : মাঝে ঝামেলা থামিয়ে মিলনের কথা বলেছিলেন দুজনেই। আর তারপরেই ঘটে গেল রক্তারক্তি কান্ড। রীতিমত রক্তারক্তি কান্ড ঘটে গেল শরিফুল রাজ (Shariful Razz) এবং পরীমণির (Porimoni) মধ্যে। একদিকে মাথায় আঘাত নিয়ে কাতর রাজ অন্যদিকে তুমুল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। এই তারকা দম্পতির এমন অবস্থা দেখে জোরদার গুঞ্জন শুরু হয়েছে পড়শীদেশটিতে।
রাজের মাথার আঘাত লাগার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনায় ধোঁয়া দেয় পরীর হাসপাতালে ভর্তির খবর। আর এবার জানা গেল তার কারণ। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, গত শুক্রবারই একপ্রস্থ ঝামেলা হয় রাজ পরীমণির মধ্যে। আর সেই সময়ই মাথায় আঘাত লাগে রাজের। সেই সঙ্গে পরীমণিরও হাত কেটে যায়।
ঢালিউডের খবর, ঢাকায় এক পরিচালকের অফিসে মারামারি হয় রাজ পরীমনির মধ্যে। যদিও পরীমণি জানিয়েছেন যে, তার খুব জ্বর হয়েছে এবং তিনি কথাও বলতে পারছেননা। তবে হাসপাতাল সূত্রে আ, তার জ্বর হয়নি। তার হাত কাটার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেলাই না লাগলেও তার ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। এবং প্রাথমিক চিকিৎসার পরীমণি বসুন্ধরায় তার বাড়িতেও চলে গেছেন।
আরও পড়ুন : শুভলগ্নে ‘চন্দ্রযান-৩’কে নিয়ে কার্টুন এঁকে কটূক্তি প্রকাশ রাজের! পোস্ট ভাইরাল হতেই ধুয়ে দিল দেশবাসী
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যায়, ক্যানোলা লাগানো দুটি হাত। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এই প্রসঙ্গে জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’ সূত্রের খবর, রাজও নাকি তার চিকিৎসার জন্য ঐ হাসপাতালেই এসেছিলেন। তার মাথায় চারটি সেলাইও হয়েছে বলে খবর। তিনিও চিকিৎসার পর নিজের বাড়ি চলে যান।
আরও পড়ুন : ‘ও ঝাঁপ দিয়েছিল, আমরা গরিব বলেই…’, প্রথমবার সর্বসম্মুখে মুখ খুলল যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভ
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঢাকার এক পরিচালকের বাড়িতে রাজ-পরীমণির মধ্যে তুমুল মারামারি এবং ধস্তাধস্তি হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশী নায়িকা তমা মির্জা। তিনিও রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। উল্লেখ্য, তার আগের দিনেই ছেলে রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল পরী এবং রাজকে। একে অপরকে জড়িয়ে ছবিও তুলেছিলেন তারা। তারমাঝেই এমন কী হল যে সম্পর্কে এত দূরত্ব তৈরি হয়ে গেল? উত্তর খুঁজছে সাধারণ মানুষ।