বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে পাকিস্তান (Pakistan)। এমনকি, বিভিন্ন জায়গা থেকে সেই দেশ ঋণ জোগাড় করলেও সামগ্রিকভাবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এমতাবস্থায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে (Asian Development Bank, ADB) জল প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২,৪০০ কোটি টাকা) ঋণ প্রদানের জন্য অনুরোধ করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আর্থিক সঙ্কটের মধ্যে থাকা এই দেশটি ইতিমধ্যেই গত জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্ল্যান পেয়েছে। যদিও, পাকিস্তান কুররাম টাঙ্গি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রোজেক্টের (Kurram Tangi Integrated Water Resources Development Project) জন্য অর্থের সন্ধান চালিয়ে যাচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হল দেশে জ্বালানি, জল ও খাদ্য সুরক্ষার উন্নতি করা। এদিকে ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত প্রোজেক্টের নথি অনুযায়ী, ২০২৪ সালে ADB ঋণ অনুমোদন করবে বলে অনুমান করা হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট জলবিদ্যুৎ প্রকল্পটিতে কুররাম নদীর ওপর ১,৪৮০ মিলিয়ন কিউবিক মিটার (m3) জলের ক্ষমতাসম্পন্ন ৯৫ মিটার উঁচু বাঁধ নির্মাণ এবং তিনটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ৬৫ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি নতুন ২৭,৫০০ হেক্টর জমিতে সেচ প্রদান করবে এবং ১,৫৫,৪৪৪ হেক্টর এলাকায় সেচের জল সরবরাহ আরও উন্নত করবে। অতএব, প্রকল্পটি তার লক্ষ্যের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা, জ্বালানি এবং খাদ্য নিরাপত্তার উন্নতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
আরও পড়ুন: কলকাতায় গ্রেফতার পাক চর! হানিট্র্যাপের মাধ্যমে তথ্য পাচার পাকিস্তানে, সাফল্য STF-র
সারা বিশ্বের কাছে ঋণ চাইছে পাকিস্তান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে পাকিস্তান গত ১২ জুলাই IMF থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেলআউট প্ল্যান পেয়েছিল। তারপরেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে ঋণ পেয়েছিল ওই দেশ। এছাড়াও, সৌদি আরব IMF-এর চুক্তির পর স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে (SBP) ২ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।
আরও পড়ুন: ‘অসাধারণ সাফল্য!’, ভারতের চন্দ্র বিজয়ের প্রশংসা করল পাকিস্তান, পড়শি দেশের মন্তব্য শুনলে গর্বিত হবেন
এছাড়াও, সংযুক্ত আরব আমিরশাহী ইতিমধ্যেই ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, জুলাই মাসে চিন ২.৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। যদিও, এইভাবে ঋণ পাওয়ার পরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না সেই দেশে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পরিপ্রেক্ষিতে ক্রমশ ঋণের জালে জর্জরিত হচ্ছে দেশটি।