শাহরুখের জন্য সবকিছু, সকাল ৬ টায় বিশেষ স্ক্রিনিং-র ব্যবস্থা এই থিয়েটারে! ইতিহাস গড়ল ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : ‘পাঠান’ (Pathan) জ্বর এখনও পুরোপুরি কাটেনি, আর তার আগেই সামনে চলে এল ‘জওয়ান’ (Jawan) ঝড়। আগামী সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। অর্থাৎ অপেক্ষার আর মাত্র ৯ দিন। এসবের মধ্যেই ভক্তদের ক্ষিধে বাড়িয়ে দিতে কোনও কসুরই বাকি রাখছেন না বলিউড বাদশা (Shah Rukh Khan)। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং।

রোজই নতুন নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ এবং তার টিম। সম্প্রতি বুর্জ খলিফাতেও শাহরুখের এই নতুন ছবির প্রচার করা হয়েছে। এছাড়াও এইদিন শাহরুখ নিজেও লিখেছেন, ‘আপনাদের সাথে আমি জওয়ান সেলিব্রেট করবনা এটা হতে পারেনা। আগামী ৩১ অগাস্ট আমি রাত ৯ টার সময় আমি আসছি বুর্জ খলিফায়। আর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি বলেই ভালোবাসার রঙে রাঙিয়ে যাও আর লাল রঙ পরে এসো… কি বলেন? প্রস্তুত!’

তারপর থেকেই ভক্তদের ধারণা, হয়ত এইদিনই প্রকাশ্যে আসবে বহুল চর্চিত এই ছবিটির ট্রেলার। তবে এছাড়াও আরও একটি সুখবর রয়েছে ভক্তদের জন্য। সূত্রের খবর, বুর্জ খলিফার পাশাপাশি মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতেও ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জানা যাচ্ছে বলিউড বাদশার ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফ থেকে এই স্পেশাল স্ক্রিনিংর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : থামছেনা ‘গদর ২’র জলবা, শাহরুখের পাঠানকে হারিয়ে নয়া রেকর্ড গড়ল সানি দেওল

সূত্রের খবর, আগামী ৭ সেপ্টেম্বর সকাল ৬ টার সময় এই বিশেষ শো-র আয়োজন করা হবে‌। তবে এটাই প্রথম নয়, এর আগে পাঠান রিলিজের সময়ও এমন শো-র আয়োজন করা হয়েছিল। এসআরকে-র ভক্তরা এইদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি কারণ ৫১ বছরের মধ্যে আইকনিক গেইটি থিয়েটারে সকাল ৯টার শো করার প্রথম চলচ্চিত্র হল পাঠান।’

আরও পড়ুন : জিতুর সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমিককে নিয়ে গোয়ায় নবনীতা! ছবি ভাইরাল হতেই উড়ে এল কটাক্ষ

img14521

এখানেই শো নয়, এরপর তারা আরও লিখেছে, ‘এরপর জওয়ানকে নিয়ে আরো এক ইতিহাস রচনা করব আমরা। আর এবার সকাল ৬ টায় শো আয়োজন করা হবে।’ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘জওয়ান’ ছবির তৃতীয় গানের টিজার। আগামীকাল মুক্তি পাবে ‘নট রামাইয়া ভস্তাভইয়া’ গানটি। ছবির অগ্রিম বুকিং-ও নজরকাড়া। এখন দেখা যাক এই ছবি কোন নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর