BJP, কংগ্রেস তো চুনোপুটি! সম্পত্তি বৃদ্ধির হারে ১ নম্বরে তৃণমূল, হিসেব দেখে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি। ইন্ডিয়া ভার্সাস এনডিএ এর লড়াইয়ের মধ্যেই এবার সামনে এল বিভিন্ন রাজনৈতিক দলের সম্পত্তির (Assets of Political Parties) খতিয়ান। সম্প্রতি অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের তরফে বিজেপি, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম,তৃণমূল এনসিপি, বিএসপি ও এনপিইপির সম্পত্তির পরিমাণের তথ্য সামনে আনা হয়েছে।

এই অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (Association for Democratic Reforms) একটি নির্বাচনী সংস্কার এবং অধিকার সংক্রান্ত সংগঠন। ২০২০-‘২১ এবং ২০২১-‘২২ অর্থবর্ষে যে জাতীয় দলগুলি নিজেদের আয়-ব্যয়ের হিসেব দিয়েছিল সেই তথ্য সামনে এনেছে এই সংগঠন।

রিপোর্ট অনুযায়ী, ২০২০-‘২১ অর্থবর্ষে আটটি রাজনৈতিক দলের সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭,২৯৭.৬২ কোটি টাকা। বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে ২০২১-‘২২ সালে তা বেড়ে ৮,৮২৯.১৬ কোটি টাকায় দাঁড়ায়।

যদিও যেসকল রাজনৈতিক দলের সম্পত্তির পরিমাণ সামনে আনা হয়েছে এর মধ্যে তৃণমূল, সিপিআই, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ইতিমধ্যেই জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে। এবার আসি হিসেবে।

ভারতীয় জনতা পার্টি:

২০২০-‘২১ সালে বিজেপি-র (BJP) মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪,৯৯০ কোটি টাকা। ২০২১-‘২২ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ৬,০৪৬.৮১ কোটি টাকা। অর্থাৎ এক আর্থিক বছরে বিজেপির সম্পত্তিবৃদ্ধির হার ২১.১৭ শতাংশ।

আরও পড়ুন: অভিষেক মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! বিরাট ধাক্কা খেল ED, মুখ পুড়ল তদন্তকারীদের

কংগ্রেস:

২০২০-‘২১ সালে কংগ্রেসের (Congress) মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬৯১.১১ কোটি টাকা। ২০২১-‘২২ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ৮০৫.৬৮ কোটি টাকা। অর্থাৎ এক আর্থিক বছরে কংগ্রেসের সম্পত্তিবৃদ্ধির হার ১৬.৫৮ শতাংশ।

আরও পড়ুন: ৯ বছরে নেননি একটিও ছুটি! কাজ পাগল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই RTI রিপোর্ট চমকে দেবে

তৃণমূল কংগ্রেস:

২০২০-‘২১ সালে তৃণমূল (Trinamool) কংগ্রেসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৮২.০০১ কোটি টাকা। ২০২১-‘২২ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ৪৫৮.১০ কোটি টাকা। অর্থাৎ এক আর্থিক বছরে তৃণমূলের সম্পত্তিবৃদ্ধির হার ১৫১.৭০ শতাংশ।

mamata abhishek

হিসেব শুনে চোখ কপালে উঠলেও তথ্য এমনটাই বলছে। মই নয় একেবারে লিফটে চড়ে বেরিয়ে গেল তৃণমূল। বিজেপি ও কংগ্রেসের মতো দেশের বড় বড় রাজনৈতিক দলও তৃণমূলের থেকে বহু দূরে। যেখানে দেশের মধ্যে একমাত্র বাংলাতেই ক্ষমতায় রয়েছে তৃণমূল সেখানে এই পরিমাণ সম্পত্তির বৃদ্ধির তথ্য দেখে ভিরমি খাচ্ছেন অনেকেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর