বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ (Jay Shah) কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য একটি সোনার তৈরি বিশেষ টিকিট উপহার দিয়েছেন! তাদের দুজনের সাক্ষাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিসিসিআই এই মহাতারকার ক্রিকেটের প্রতি ভালবাসাকে সম্মান জানিয়ে বিশ্বকাপের প্রশংসা করছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের সোনালী আইকনের জন্য একটি সোনালী টিকিট! বিসিসিআইয়ের সম্মানীয় সচিব জয় শাহ আমাদের সোনার টিকিট উপহার দেওয়ার বিশেষ সৌভাগ্য অর্জন করেছি। সুপারস্টার অফ দ্য মিলেনিয়াম অমিতাভ বচ্চন হলেন একজন কিংবদন্তী অভিনেতা এবং একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটপ্রেমী।”
বিসিসিআইয়ের তরফ থেকে আরও বলা হয়েছে, “ভারতীয় দলের জন্য শ্রী অমিতাভ বচ্চনের অটল সমর্থন বজায় রয়েছে এবং আশা করি উনি আমাদের সবাইকে এভাবেই অনুপ্রাণিত করবেন। আমরা তাকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য আমাদের সাথে যোগ দেওয়াতে পেরে রোমাঞ্চিত।”
সকলেরই মনে থাকবে ২০১১ সালের কথা। অনেক নেতৃত্বে তখনকার ভারতীয় দল শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। তখন নিজের পুত্র অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্য রায়কে নিয়ে মুম্বাইয়ের রাস্তায় আনন্দ মিছিলে শামিল হয়েছিলেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: BCCI-এর আজব সিদ্ধান্ত! কোনও ফিনিশার ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছে রোহিতের ভারত
এরই মধ্যে আজ ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। দলের মধ্যে সেইরকম কোনও চমক নেই। ভারতীয় দলে এমন কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই। সেই নিয়ে কিছুটা বিতর্ক চলছে এই মুহূর্তে।