বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে স্থির করা হল দিনক্ষণ। বাংলার রাজ্য দিবস অর্থাৎ ‘বাংলা দিবস’ (West Bengal Day ) হিসাবে বেছে নেওয়া হল ১ বৈশাখকেই। পাশাপাশি কবিগুরুর লেখা ‘বাংলার মাটি-বাংলার জল…’ গানটিকে রাজ্য সঙ্গীত করা হল। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
বৃহস্পতিবার বিধানসভায় বাংলার বৈশাখ মাসের পয়লা দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে তুমুল বিরোধিতা চলে বিধানসভায়। তবে স্বাভাবিক ভাবেই শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ থাকায় এই প্রস্তাব অনায়াসে পাশ হয়ে যায়।
পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ (Bengal Day) পালনের প্রস্তাবের পক্ষে ১৬৭টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৬২টি ভোট। পাশাপাশি রাজ্যসঙ্গীত হিসেবে ফাইনাল হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি।
আরও পড়ুন: সব মন্ত্রী, MLA দের ‘বিরাট’ বেতন বাড়িয়ে দিলেন মমতা! এবার থেকে কে কত পাবেন? রইল তালিকা
এদিন মুখ্যমন্ত্রীর সমর্থনে এই প্রস্তাব জমা দেন রাজ্য সরকারের ১১ জন মন্ত্রী। যদি এর বিরোধিতায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র বিধায়কদের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়ে যায় প্রথম থেকেই।
আরও পড়ুন: ‘শেষ দেখে ছাড়ব…’, মমতাকে চরম হুঁশিয়ারি রাজ্যপালের, নজিরবিহীন ঘটনার সাক্ষী বাংলা
এদিকে বিল পাশ হলেও রাজ্যপালকে তাতে সই করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল সই না করলেও এই দিনটিতেই বাংলা দিবস পালিত হবে। এখন পরবর্তীতে এই বিষয়টি নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত হয় কিনা সেটাই দেখার।