বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় সঠিকভাবে যানবাহন না চালালে অথবা কোনোভাবে ট্রাফিক নিয়ম (Traffic Rules) লঙ্ঘন করলে সেক্ষেত্রে চালানের মাধ্যমে জরিমানা করে পুলিশ। তবে, মাঝেমধ্যেই এই চালান সম্পর্কিত এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলি জানার পর অবাক হয়ে যান প্রত্যেকেই।
সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে এল খবরের শিরোনামে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ পুলিশ এবার বাড়িতে দাঁড়িয়ে থাকা একটি বাইকের জন্য ৫,০০০ টাকার চালান পাঠিয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।
বাইকের চালান অথচ রয়েছে ট্রাক্টরের ছবি: এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হল, ওই বাইকের পরিপ্রেক্ষিতে যে চালানটি দেওয়া হয়েছে সেটিতে আবার রয়েছে একটি ট্রাক্টরের ছবি। যেখানে নম্বর এবং ঠিকানা রয়েছে বাইকের মালিকের। চালানে লেখা আছে যে, ওই গাড়ির রেজিস্ট্রেশন না করা বা রেজিস্ট্রেশন বাতিল হওয়ার কারণে তার উপর ৫,০০০ টাকার চালান ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: সময় মাত্র ৪৫ দিন! চিটফান্ড কেলেঙ্কারির মামলায় এবার রাজ্য সরকারকে “ডেডলাইন” দিল হাইকোর্ট
চালানের অঙ্ক দেখে অবাক বাইকের মালিক: এদিকে, বাড়িতে দাঁড়িয়ে থাকা বাইকের এহেন চালান দেখে বাইকের মালিক বিভ্রান্ত হয়ে পড়েন। পাশাপাশি, তিনি ট্রাফিক পুলিশের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চান। পুলিশ তাঁকে অভিযোগের মাধ্যমে ভুল সংশোধন করতে জানিয়েছে। কিন্তু এইসব সমস্যার কারণে নাজেহাল অবস্থা ওই বাইক মালিকের। পাশাপাশি, তিনি এর জন্যে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: করতেন মাত্র ২০০০ টাকার চাকরি! আজ খাড়া করেছেন ৫০ হাজার কোটির সাম্রাজ্য, কে এই ব্যক্তি?
ঠিক কি ঘটেছে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজিয়াবাদের কানাভানি গ্রামের বাসিন্দা নীরজ কুমার তাঁর বাইকের জন্য একটি চালান হাতে পান। যা দেখে তিনি হতবাক হয়ে যান। কারণ তাঁর বাইকটি বাড়িতেই ছিল। এদিকে, চালানে তাঁর ঠিকানা থাকলেও একটি ট্রাক্টরের ছবি ছিল ও ৫,০০০ টাকার জরিমানার বিষয়টি চালানে উল্লেখ ছিল।