কলকাতায় মেসি! মমতার স্পেন সফরকালেই বিষয়টি নিশ্চিত করলেন কুণাল ঘোষ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা হলো ফুটবলপ্রেমীদের শহর। ঘরোয়া টুর্নামেন্টে ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মহামেডানই হোক অথবা আন্তর্জাতিক ফুটবল বিশ্বে ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেড, প্রত্যেক দলেরই অগুণিত ভক্ত পাওয়া যাবে এই শহরে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যখন স্পেনে গিয়ে লা লিগা সভাপতির সঙ্গে বৈঠক করবেন শোনা গিয়েছিল, তখন শহরের ফুটবলপ্রেমীরা অত্যন্ত উত্তেজিত হয়েছিলেন।

সভাপতির সঙ্গে বৈঠক করার পর বাংলায় একটি ফুটবল অ্যাকাডেমী গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মমতা ব্যানার্জি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন লা লিগা সভাপতির সাথে। তবে তার পাশাপাশি এবার আরও একটি ভালো খবর পেলেন কলকাতার ফুটবল প্রেমীরা। নিজের জীবনে দ্বিতীয় বারের জন্য কলকাতা সফরে আসছেন লিওনেল মেসি।

মেসির কলকাতায় আসার এই খবরটি ৮ ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল বাংলা হান্টের প্রতিবেদনে। সেই খবরটি যে একেবারেই সত্যি তা আজ আবারো প্রমাণিত হলো মমতা ব্যানার্জির দল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের একটি বক্তব্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও গিয়েছেন স্পেন সফরে। একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

messi kolkata

আরও পড়ুন: বাঁক খাওয়ানো ফ্রি কিকে দুরন্ত গোল! কলকাতায় আসার আগে আর্জেন্টিনার ত্রাতা সেই লিও মেসি

যদিও মেসি ঠিক কবে কলকাতায় আসছেন সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে কলকাতায় পূজোর সময় পা রাখবেন এই আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সেই সময় পুজোর উন্মাদনার পাশাপাশি দেশ জুড়ে চলবে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাও। তার মধ্যে মেসিকে কলকাতায় আনলে তার যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়।

আরও পড়ুন:আমিও ফুটবল নিয়ে স্কিল দেখাই”, মেসি-রোনাল্ডো তৈরির লক্ষ্যে সৌরভকে নিয়ে লা-লিগার সাথে মউ স্বাক্ষর মমতার

মেসিকে কলকাতায় আনার এই গোটা বিষয়টির সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত রয়েছেন শতদ্রু দত্ত। কুনাল ঘোষ লা লিগা তরফ থেকে মেসিকে কলকাতায় আনা হবে এমন দাবি করলেও তার আসন্ন কলকাতা সফরের সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সরাসরি কোনও সম্পর্ক এখনো অবধি নিশ্চিত করে পাওয়া যায়নি। ক্রীড়াপ্রেমী মানুষ শতদ্রু দত্ত গত জুলাই মাসে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ওরফে দিবু-কে কলকাতায় উপস্থিত করে বাংলার ফুটবল প্রেমীদের মন জিতেছিলেন। তিনি ফাইনাল ঘোষণা কবে করবেন সেই অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল। ২০১১ সালে মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলা পা রেখেছিলেন তখন তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন যুবভারতীতে। তবে এবার তাকে বল পায় ৯০ মিনিট কলকাতায় দেখার কোনও সম্ভাবনা নেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর