বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি হাই-স্পিড ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটি ভালো খবর রয়েছে। মূলত, এবার Reliance Jio আগামী ১৯ সেপ্টেম্বরে Jio AirFiber নামে একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস চালু করতে চলেছে। এটি হল একটি পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস যা বাড়িতে ব্যবহার কিংবা অফিসে কাজের জন্য ডিজাইন করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি 1.5 Gbps পর্যন্ত গতি প্রদান করবে। যা ব্যবহারকারীদের হাই ডেফিনিশন ভিডিও স্ট্রিম করতে কিংবা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে এবং কোনো প্রকার বাধা ছাড়াই দুর্দান্তভাবে ভিডিও কনফারেন্সের সুবিধা প্রদান করবে।
সম্প্রতি, ২০২৩-এর AGM চলাকালীন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে, Jio AirFiber গণেশ চতুর্থীতে আনুষ্ঠানিকভাবে উপলব্ধ হবে। উল্লেখ্য যে, Jio AirFiber-এ পেরেন্টাল কন্ট্রোল, Wi-Fi 6-এর সাপোর্ট এবং একটি ইন্টিগ্রেটেড সিকিউরিটি ফায়ারওয়ালের মতো ফিচার্স রয়েছে। জানিয়ে রাখি যে, Jio AirFiber সার্ভিস প্রথম চালু হয়েছিল গত বছর। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক JioFiber কি এবং এটি JioFiber ইন্টারনেট কানেকশন থেকে কতটা আলাদা?
Jio AirFiber: প্রথমেই জানিয়ে রাখি যে, Jio AirFiber হল Jio-র একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস। যেটি হাই-স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি প্রদানের জন্য 5G প্রযুক্তি ব্যবহার করে। Jio দাবি করেছে যে, JioAirfiber শুধুমাত্র কমপ্যাক্ট নয়, পাশাপাশি সেটআপ করাও সহজ। অর্থাৎ, এক্ষেত্রে এই ডিভাইসটিকে কেবলমাত্র প্লাগ ইন করে চালু করতে হয়। তারপরেই আপনার বাড়ি একটি ব্যক্তিগত Wi-Fi হটস্পটে রূপান্তরিত হবে। যেটি True 5G ব্যবহার করে আল্ট্রা-হাই-স্পিড ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে। JioAirFiber-এর সাহায্যে তাৎক্ষণিকভাবে গ্রাহকেরা তাঁদের বাড়ি বা অফিসকে গিগাবিট-স্পিড-ইন্টারনেটের সাথে কানেক্ট করতে সক্ষম হবেন।
Jio AirFiber বনাম JioFiber:
প্রযুক্তি: Jio Fiber কভারেজের জন্য তারযুক্ত ফাইবার অপটিক কেবল ব্যবহার করে। অপরদিকে, Jio AirFiber পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও লিঙ্ক ব্যবহার করে একটি ওয়ারলেস অ্যাপ্রোচ উপলব্ধ করে। এর মানে হল, Jio AirFiber ফাইবার কেবলেট ঝঞ্ঝাট থেকে মুক্ত করে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে বাড়ি এবং অফিসগুলিকে সরাসরি Jio-র সাথে সংযুক্ত করে। পরিবর্তে, এটি Jio টাওয়ারের সাথে লাইন-অফ-ভিশন কমিউনিকেশনের ওপর নির্ভর করে।
আরও পড়ুন: এটাই হল আম্বানি দম্পতির প্রিয় রিসর্ট! এখানকার এক রাতের ভাড়াই অনেকের কাছে সারাজীবনের রোজগার
স্পিড: Jio AirFiber 1.5 Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড প্রদান করবে বলে দাবি করা হয়েছে। যা Jio Fiber-এর 1 Gbps স্পিডকে ছাড়িয়ে যাবে। তবে, এটা মনে রাখতে হবে যে, Jio AirFiber-এর প্রকৃত গতি টাওয়ারের দূরত্বের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
কভারেজ: Jio Fiber বর্তমানে ব্যাপকভাবে কভারেজ প্রদান করলেও দেশব্যাপী উপলব্ধ নয়। অন্যদিকে, Jio অনুসারে, JioAirFiber-এর ওয়্যারলেস প্রযুক্তি এটিকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দ্বারা সীমাবদ্ধ না করে ব্যাপক কভারেজ প্রদানের অনুমতি দেয়।
আরও পড়ুন: কোনো গ্যারান্টি ছাড়াই কম সুদে মিলবে ৩ লাখের লোন! বড় ঘোষণা কেন্দ্র সরকারের
ইনস্টলেশন: Jio AirFiber প্লাগ-অ্যান্ড-প্লে হিসাবে ডিজাইন করা হয়েছে। যার ফলে এটি আরও ইউজার-ফ্রেন্ডলি এবং গ্রাহকদের কাছে সহজলভ্য করে তুলবে। অন্যদিকে, Jio Fiber-এর জন্য সাধারণত প্রফেশনাল ইনস্টলেশনের প্রয়োজন হয়।
মূল্য: অনুমান অনুযায়ী, Jio AirFiber সার্ভিসের সম্ভাব্য খরচ হতে পারে প্রায় 6,000 টাকা। দামের দিক থেকে, Jio AirFiber ব্রডব্যান্ড কানেকশন কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। কারণ এতে একটি পোর্টেবল ডিভাইস ইউনিট রয়েছে। তবে, Jio AirFiber হাই-স্পিড ইন্টারনেট ছাড়াও আরও বেশ কিছু সুবিধা উপলব্ধ করে। এতে পেরেন্টাল কন্ট্রোল টুল সহ Wi-Fi 6 সাপোর্ট, Jio সেট-টপ বক্সের সাথে ইন্টিগ্রেশন এবং নেটওয়ার্কের ওপরেও বেশকিছু কন্ট্রোল অন্তর্ভুক্ত রয়েছে।