বাংলা হান্ট ডেস্ক : বক্স অফিসে মোটামুটি ভালই চলছে জওয়ান (Jawan)। আর সেখানে শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনয় দর্শরা দারুণ পছন্দ করেছেন। ক্যরিয়ারের শেষ পর্যায়ে এই ৬০ বছর বয়সেও তিনি মোটের ওপর ভালই অ্যাকশন দেখিয়েছেন। বুড়ো হাড়ের জোর যে এখনো অতটাও কমে যায়নি তা আবারো প্রমাণ করে দিয়েছেন তিনি। দুই চরিত্রে অভিনয় কিন্তু মন্দ নয়।
তবে যেভাবে নিজের ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন শাহরুখ তাতে অনেকেই তার মধ্যে রঞ্জিত মল্লিকের ছাপ খুঁজে পেয়েছেন। ঘটনাটি নিতে সোশ্যাল মিডিয়াতেও কম মিম চলছে না। এমনকি সেলেবরাও সেই মিম শেয়ার করেন। অভিযোগ যে, রঞ্জিত মল্লিকের স্টাইল নাকি কপি করছেন শাহরুখ খান।
মিমে ছয়লাপ হয়ে যাওয়ার পর টলিউডের ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকও এই নিয়ে মুখ খোলেন। বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে রঞ্জিত মল্লিক অবশ্য বলেন যে, তিনি এখনো ছবিটি দেখেননি তাই বেলটম্যান সম্পর্কে কিছুই জানা নেই তার। তবে আজকালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করেন যে, তাকে ‘বেল্টম্যান’ বানিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন : শো ক্যান্সেল, জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে! অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ নচিকেতা
রঞ্জিত মল্লিকের কথায়, ‘কোমরে চওড়া বেল্ট। সেটা খুলে শাসন করতাম। সঙ্গে দুটো জনপ্রিয় সংলাপ, ‘মেরে চামড়া গুটিয়ে দেব’ আর ‘বাপেরও বাপ থাকে’। আরও একটা অবতার আছে আমার, ‘গোঁফম্যান’। ….পরের পরিচালকেরা গোঁফ দিতে চাইতেন। সৎ পুলিশ অফিসার আর চওড়া গোঁফ নাকি আমার সঙ্গে ভাল যায়। কিছু বলিনি কোনওদিন। পরিচালক, দর্শকেরা যদি এই রূপেই দেখতে পছন্দ করেন তা হলে আপত্তির প্রশ্নই নেই।’
আরও পড়ুন : ‘সেরেই ফেললাম…’, তথাগতকে ভুলে ভাস্বরের সঙ্গে নতুন জীবন শুরু দেবলীনার!
উল্লেখ্য যে, এক আধটা নয় একাধিক সিনেমায় কোমর থেকে বেল্ট খুলে গুন্ডাদের সুঁটিয়ে লাল করে দিয়েছেন তিনি। এরমধ্যে অবশ্য শত্রু সিনেমার দৃশ্য অধিক জনপ্রিয়। এমনকি নিজের ভাই প্রসেনজিৎ-কে শাস্তি দেওয়ার জন্যও কোমর থেকে বেল্ট খুলে চাবকে তার পিঠের ছাল তুলে নেন অভিনেতা। আর এসব কারণেই অনেকে তাঁকে বাংলা সিনেমার ‘বেল্ট ম্যান’ বলে ডেকে থাকেন।