কেউ মাধ্যমিক পাশ তো কেউ স্নাতক! বাংলা সিরিয়ালের নম্বর ওয়ান নায়িকাদের পড়াশোনা কতদূর?

বাংলা হান্ট ডেস্ক : মাঝেমধ্যেই দেখা যায় নায়ক নায়িকাদের পড়াশোনা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করতে। টলিপাড়া (Tollywood) থেকে বলিপাড়া, প্রায় সর্বত্রই একই ট্রেন্ড চলতে থাকে। অভিনেতা অভিনেত্রী মানে যেন একেবারেই নিরক্ষর। এই ব্যঙ্গ বিদ্রুপের মাঝে জানা হয়ে ওঠেনা কর পড়াশোনার দৌড় কতদূর। আর সেজন্য আপনাদের জন্যই আমরা নিয়ে এলাম সিরিয়ালে অভিনয় করা রূপবতীদের পড়াশোনার গুন নিয়ে।

আজ এখানে জনপ্রিয় অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শোলাঙ্কি রায় (Solanki Roy), মানালি দে (Manali Dey)এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এই চার জনপ্রিয় নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাবো আপনাদের।

১) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya): অভিজ্ঞতা এবং বয়সের হিসেবে অপরাজিতা প্রবীণতম। অভিনয়ে হাতেখড়ি বেশ কিছু বছর আগে। কাজ করেছেন বড় পর্দায়। তবে জনপ্রিয়তা লাভ করেছেন টেলিভিশনে অভিনয় করেই। শিক্ষাগত যোগ্যতা বলতে তিনি স্নাতক পাশ করেছেন।

103604674

২) শোলাঙ্কি রায় (Solanki Roy): একটা নয়, একাধিক হিট সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। তবে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ির চরিত্রটি দর্শকদের মনে পাকাপাকি ভাবে গেঁথে গিয়েছে। সম্প্রতি তিনি ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় অভিনয় নিয়ে মনোনিবেশ করেছেন। শোলাঙ্কি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক উতরেছেন। এরপর স্নাতকোত্তর পাশ করেছেন International Relations নিয়ে।

solanki roy 668

৩) মানালি দে (Manali Dey): নায়িকার আসল নাম ‘মানালি’ হলেও আজও দর্শকরা তাকে ‘বউ কথা কও’ এর মৌরি নামেই বেশি চেনেন। এরপর আরো কিছু হিট ধারাবাহিকে দেখা যায়। মানালি দে কে। পড়াশোনা তো বটেই, সাথে নাচেও তার জুড়ি নেই। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী তিনি।

manali dey

৪) সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu): অল্পদিন হয়েছে ধারাবাহিকে মুখ দেখিয়েছেন সৌমিতৃষা। কিন্তু মিঠাই এর মতো সুপার ডুপার হিট ধারাবাহিকে অভিনয় করে বিরাট জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আপাতত সিনেমার শ্যুটিংয়ে খুবই ব্যস্ত নায়িকা। শিক্ষাগত যোগ্যতা বলতে তিনি ইংরেজিতে স্নাতক।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর