স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এবার বিশ্বের ৮৫ টি দেশে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে নজির গড়ল ভারত

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক ক্ষেত্রে সাফল্যের নজির তৈরি করছে ভারত (India)। ঠিক সেই আবহেই এবার একটি বড় খবর সামনে এল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার স্বপ্নপূরণ ঘটেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-রও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে রেকর্ড গড়েছে আমাদের দেশ।

মূলত, মোদী সরকার ২০২২-২৩ সালে মোট ১৬,০০০ কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। তবে, চমক এখানেই শেষ নয়। বিশ্বের ১৯৫ টি দেশের মধ্যে কমপক্ষে ৮৫ টি দেশ অস্ত্র কিনেছে নয়াদিল্লির কাছ থেকে। যা বিরল নজির। প্রসঙ্গত উল্লেখ্য যে, বছর তিনকে আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমাদের দেশে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে অসীম সম্ভাবনা রয়েছে। এবার যেন সেই উপলব্ধিই সঠিক প্রমাণিত হল।

 

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিগত তিন দশক ধরে অস্ত্র রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। বিশ্বব্যাপী অস্ত্র রফতানির ক্ষেত্রে সামগ্রিক বাজারের ৪০ শতাংশ রয়েছে আমেরিকার দখলে। পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। আর রাশিয়ার কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে ভারত। তবে, এবার ভারত অস্ত্র রফতানিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন: মিলল মন্ত্রিসভার অনুমোদন! এবার ৬৯,৬৯২ টি শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

কোন দেশ কিনেছে সবথেকে বেশি অস্ত্র: সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ফিলিপিন্স। পাশাপাশি, বিক্রি হওয়া অস্ত্রগুলির মধ্যে সামিল রয়েছে দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসও। এদিকে, ফিলিপিন্স ছাড়াও ভিয়েতনাম, সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিকেও বিপুল অস্ত্র রফতানি করেছে ভারত।

আরও পড়ুন: ফের কড়া অ্যাকশনে RBI! এই ৪ টি ব্যাঙ্ককে করা হল কয়েক লক্ষের জরিমানা, আপনার অ্যাকাউন্ট নেই তো?

এছাড়াও, জানা গিয়েছে যে আমেরিকা, রাশিয়া বা ইজরায়েলের মতো সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী দেশগুলি যে যে দেশের কাছ থেকে অস্ত্র কিনে থাকে, সেই তালিকার মধ্যেও ভারত রয়েছে। লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট থেকে শুরু করে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার, সাবমেরিন, কমব্যাট চপারের মতো যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম রফতানি হচ্ছে আমাদের দেশ থেকেই। উল্লেখ্য যে, এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ২০২৫ সালের মধ্যে ৩৬,৫০০ কোটি টাকার অস্ত্র রফতানির লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এবার, সেই লক্ষ্যেই ক্রমশ এগোচ্ছে ভারত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর