বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাস ধরে ভারতীয় দল (Indian Cricket Team) ওডিআই ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে ছিল না। গত বছরের শেষ দিকে বাংলাদেশের কাছে ওডিআই সিরিজ হার, তারপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ খুঁইয়ে চাপে ছিলেন রোহিত শর্মারা। তো সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ জয় ভারতের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে। আর সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল মহম্মদ সিরাজ (Md. Siraj)।
গত বছর এই সময় তিনি ওডিআই ফরম্যাটে বোলারদের ক্রমতালিকায় ছিলেন ৭২ তম স্থানে। কিন্তু গতবছর ভারতের প্রধান ফাস্ট বোলাররা টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে ধারাবাহিকভাবে সিরাজ ওডিআই ফরম্যাটে খেলার সুযোগ পান এবং নিজেকে যোগ্য প্রমাণ করেন নতুন বল হাতে। এখন তার জন্য তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিকেও বসিয়ে রাখতে দ্বিধা করছেন না রোহিত।
গত বছর এই সময় ৭২ তম র্যাঙ্কিংয়ে থাকা সিরাজ আজ উঠে এসেছেন ওডিআই বোলারদের তালিকায় এক নম্বর স্থানে। এশিয়া কাপের পারফরম্যান্সের পর আট ধাপ এগিয়ে এসে শীর্ষে এসে তিনি পেছনে ফেলে দিয়েছেন মিচেল স্টার্ক, শাহীন আফ্রিদির মতো তারকাদের। বিশ্বকাপের আগে এই খবর খুশি করেছে ভারতীয় ভক্তদের।
একসময় বিভিন্ন ছোটখাট লোকাল টুর্নামেন্টে সিরাজ খেপ খেলে বেড়াতেন। ভালো পারফরম্যান্স করলে জুটতো সামান্য কিছু পারিশ্রমিক। সেই সুবাদে বাড়ির লোকজনদের মুখে ফুটতো হাসি। বাবা মহম্মদ ঘাউস অটো চালক হলেও প্রবল পরিশ্রম করে ছেলের এই ভালোলাগাটা বজায় রেখেছিলেন। ছেলের যাতে ক্রিকেট প্রশিক্ষণ বন্ধ না হয় সেই জন্য অতিরিক্ত পরিশ্রম করে রোজগার করে আনতেন। আজ সেই বাবা তার পাশে নেই। কিন্তু সিরাজ নিজের ক্রিকেট জীবনে তার অবদান ভোলেননি। এই জায়গায় পৌঁছনোর পর তিনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে তার বাবার একটা ছবি পোস্ট করে লিখেছেন, “মিস ইউ পাপা।”
যদিও রাস্তাটা এতটা সহজ ছিল না। দুই বছর আগে ২০২০/২১ মরশুমে অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট খেলার সময় বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন। কিন্তু করোনার সময়কালে বায়ো বাবলের কড়া সুরক্ষার কারণে তিনি মাঝপথে ফিরতে পারেননি নিজের বাবাকে দেখতে। তারপর থেকেই যেন ক্রমাগত তার কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে থাকা। ক্রমে ক্রমে ধারাবাহিক পারফরম্যান্স করে এখন নিজেকে ভারতীয় পেস বোলিংয়ের প্রধান মুখ হিসাবে প্রতিষ্ঠা করে ফেলছেন তিনি।