বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতকে দুষেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সেই নিয়ে ভারত-কানাডা সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। আর এরই মধ্যে আন্তর্জাতিক মহলে জাস্টিন ট্রুডোর জন্য আরও একটি খারাপ খবর এসেছে। ওই দেশেরই গ্লোবাল নিউজ রিপোর্টের সমীক্ষা বলছে, বর্তমানে ওই দেশের বিরোধী দলনেতা কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকেই (Pierre Poilievre) প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন কানাডাবাসী।
সম্প্রতি কানাডায় (Canada) একটি সমীক্ষা চালায় গ্লোবাল নিউজ রিপোর্ট। সেখানেই আভাস পাওয়া গিয়েছে, বর্তমানে ট্রুডোকে সমর্থন করেন মাত্র ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে, পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে দেখতে চাইছেন প্রায় ৪০ শতাংশ কানাডাবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফরাসিভাষী কেবেক ছাড়া দেশের অন্য প্রায় সব প্রদেশেই পোয়লিভ্রের জনপ্রিয়তা ট্রুডোর থেকে অনেকটাই বেশি।
উল্লেখ্য, গত জুলাই মাসে আরও একটি সমীক্ষা চালিয়েছিল গ্লোবাল নিউজ রিপোর্ট। সেখানে ট্রুডোকে গত ৫০ বছরে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল। এখন ভোট হলে বড়সড় হারের মুখে পড়বেন ট্রুডো, এমনটাই দাবি ওই সমীক্ষার।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো (Joseph Philippe Pierre Yves Elliott Trudeau) ১৯৬৮-১৯৭৯ এবং ১৯৮০-১৯৮৪, এই দুই দফায় টানা ১৬ বছর কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। উনি কানাডার অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন। কিন্তু ছেলের এই ধরনের সমাপতনে রীতিমতো ওই দেশের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আখেরে আন্তর্জাতিক মহলে তো বটেই নিজের দেশের মধ্যেও চক্ষুশূল হয়ে পড়েছেন ট্রুডো। আগামী ২০২৫ সালে কানাডায় ভোট। সেই অগ্নিপরীক্ষায় ট্রুডোর পাশ করা কার্যত কঠিন বলেই মনে করা হচ্ছে।