বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (DA) ইস্যুতে তোলপাড় রাজ্য। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Workers) তাদের DA বৃদ্ধির অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে তাদের মহার্ঘ ভাতা। আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর এই নিয়ে কোনোও আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
এবার ৪% ডিএ বাড়তে পারে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে।
এদিকে পুজোর আগেই ফের সুখবর আসতে চলেছে, সম্ভাবনা এমনটাই। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। এই হিসাব ধরে চললে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন: কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তোলপাড়! লাগামছাড়া বৃষ্টি, ভয়ঙ্কর অবস্থা হবে এই ৯ জেলায়
যদিও পুজোর আগে ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনো ঘোষণা করেনি কেন্দ্র। তবে বিভিন্ন মহলের মত, পুজোর মরসুমেই কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ অর্থাৎ আজই এই নিয়ে আপডেট আসতে পারে বলেও সম্ভাবনা।
আরও পড়ুন: সামনেই টানা দুদিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-কাছারি! পুজোর আগেই ফের কেন ছুটি?
উৎসবের মরসুমে এই বছরে দ্বিতীয় বারের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে চেয়ে রয়েছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এবার মোদী সরকার কী আপডেট দেয় সেটাই দেখার।