দেব, জিৎ নাকি প্রসেনজিৎ? টলিউডে সবথেকে বেশি আয় করেছে কার ছবি? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : একটি ছবির জনপ্রিয়তা এবং সাফল্য বিচারের মাপকাঠি হল তার বক্স অফিস কালেকশন (Box Office Collection)। স্বাভাবিকভাবেই যে ছবি যত ভালো হবে সেই ছবির প্রতি মানুষের ক্রেজ তত বেশি থাকবে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো টলিউডের সেরা পাঁচটি ছবির তালিকা যেগুলি উপার্জনের নিরিখে সবার আগে রয়েছে। তবে অবাক করা বিষয় এই যে, এই প্রথম পাঁচটি সিনেমাই কেবল একজনেরই। আর তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলার হার্টথ্রব দেব (Dev)।

আমাজন অভিযান (Amazon Obhijaan) : বাংলার সর্বোচ্চ আয়করি সিনেমার প্রথম পাঁচে রয়েছে ‘আমাজন অভিজান’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি মূলত ‘চাঁদের পাহাড়’র দ্বিতীয় পর্ব হিসেবে মুক্তি পেয়েছিল। তৎকালীন সময়ে ছবিটি আয় করেছিল প্রায় ৫০ কোটি টাকা।

চাঁদের পাহাড় (Chander Pahar) : তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে “চাঁদের পাহাড়”। গল্পটি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্প অবলম্বনে তৈরি। ২০১৩ সালে নির্মিত এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা।

প্রজাপতি (Projapoti) : এরপরেই জায়গা করে নিয়েছে দেব-মিঠুনের যুগলবন্দী ‘প্রজাপতি’। বাবা এবং ছেলের এক অনবদ্য গল্প ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। রাজনৈতিক কারণে ছবিটি নিয়ে বহু জলঘোলা হলেও বক্স অফিসে দারুন ব্যবসা করেছিল। ছবির কালেকশন ছিল ১৪ কোটি টাকা।

পাগলু (Paglu) : চতুর্থ স্থানে রয়েছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলু’। আজ থেকে প্রায় ১২ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই ছবি দারুন ব্যবসা করেছিল। তৎকালীন সময়ে ছবির মোট কালেকশন ছিল ১০ কোটি টাকা।

পরান যায় জ্বলিয়া রে (Paran Jai Jaliya Re) : এরপরেই রয়েছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরান যায় জ্বলিয়া রে’। দেব শুভশ্রীর জুটির ক্রেজ তখন চরমে। রবি কিনাগী পরিচালিত এই ছবি তখন প্রায় ৯.৫ কোটির ব্যবসা করেছিল।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর