বড় সিদ্ধান্ত নেবে BCCI! শুভমান গিলের পরিবর্ত হিসাবে সম্প্রতি শতরান করা এই তারকাকে চান রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের যাত্রাটা শুরু করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়। যদিও সেই ম্যাচে ভারতের কয়েকটি সমস্যা সামনে উঠে এসেছে। তার মধ্যে একটা বড় সমস্যা হল বল ইনিংসের শুরুতে হাওয়ায় নড়াচড়া করলে রোহিত শর্মা (Rohit Sharma) সহ গোটা টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণ করার সমস্যা। অনেকেই ভেবেছিলেন শুভমান গিল (Shubman Gill) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচের আগে দলে ফিরলে সেই সমস্যা মিটে যাবে।

কিন্তু রাহুল দ্রাবিড়ের দলের চিন্তা বেড়েছে। গোটা দল চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলে দিল্লিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার জন্য উড়ে গেলেও তাদের সাথে যোগ দিতে পারেননি শুভমান। তিনি এখনো সুস্থ হননি। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা দুজনেই আশা করেছিলেন যে প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন এই তারকা ভারতীয় ওপেনার। কিন্তু এখন দেখা যাচ্ছে পরিস্থিতি অনেকটাই খারাপ।

gill aus

শুভমান গিলের প্লেটলেট কাউন্ট কম আছে। তিনি ভর্তি ছিলেন চেন্নাইয়ের হাসপাতালে। তবে এখন ছাড়া পেয়েছেন। বোর্ডের একাংশের দাবি, গিলকে সরাসরি আহমেদাবাদ নিয়ে যাওয়া হবে পাকিস্তান ম্যাচের আগে। কিন্তু সত্যিটা হল, পাকিস্তানের বিরুদ্ধে গিলের নামাও প্রশ্নের মুখে। গোটা বিশ্বকাপেই ভারতীয় ওপেনারের খেলা নিয়ে ধোঁয়াশার জন্ম হয়েছে। সেক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনুরোধ করলে ভারতীয় নির্বাচকরা গিলের পরিবর্ত হিসেবে দুই ক্রিকেটারের নাম ভেবে রেখেছেন। প্রতিবেদনের পরের অংশে সেই নিয়ে আলোচনা করা হলো।

ডেঙ্গুর উপসর্গ কাটিয়ে ওঠার পরেও দুর্বলতা থেকে যায় বেশ কিছুদিন। সাধারণত তিন সপ্তাহ সময় লেগে যায় কোন সাধারণ মানুষের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে। শুভমান গিলের ক্ষেত্রে এখন যদি তেমনটা হয় আর ভারত যদি ততদিনে তার বিকল্প ব্যবস্থা করে ফেলে, তাহলে হয়তো এই বিশ্বকাপে তাকে আর মাঠে নাও দেখা যেতে পারে। ভারতীয় দল তেমনটা করতে পারবে না এই ব্যাপারটা ভাবাও যাচ্ছে না। কারন তাহলে বিশ্বকাপে তাদের সমস্যাই বাড়বে।

আরও পড়ুন: ভুলেও কোহলির সাথে ওর তুলনা করবেন না! বিশ্বকাপ চলাকালীন প্রাক্তন পাক তারকাই ঠুকলেন বাবরকে

প্রথম ম্যাচে ঈশান কিষাণ, শুভমান গিলের জায়গায় ওপেন করেছিলেন। কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ান পেস বোলিংয়ের বিরুদ্ধে তিনি প্রথম বলে নিজের উইকেট ছুঁড়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন। দিল্লিতে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলার সময় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় নির্বাচকরা। জানা গিয়েছে সেই সময় ভারতীয় দল শুভমান গিলের পরিবর্ত চাইলে কিছুদিন আগে এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে অসাধারণ শতরান করা যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আদেশ দেওয়া হতে পারে। তাকে ছাড়াও তৈরি রাখা হচ্ছে অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াডকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর