বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে শিক্ষক দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত বছর জুলাই মাসে পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
তারপর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও জেলে ঘানি টেনেই দিন কাটছে পার্থ-অর্পিতার। নানা কারণ দেখিয়ে বারংবার জামিনের আবেদন জানিয়েছেন দুজনাই। তবে হয়নি সুরাহা। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। সেখানেই নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন অর্পিতা।
বেশ কিছুদিন ধরে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে বিচারককে জানান নিয়োগ দুর্নীতির অর্পিতা। নিজের অসুস্থতার কথা জানিয়ে এদিন ভার্চুয়াল শুনানিতে পার্থের সখি অর্পিতা আদালতে বলেন, ‘‘জেলে চিকিৎসা হচ্ছে ঠিকই তবে যন্ত্রণার উপশম পুরোপুরি হচ্ছে না।’’
আরও পড়ুন: জোর বৃষ্টি না ঝলমলে আকাশ! বুধে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস
এদিন অর্পিতার অভিযোগ শুনে জেল কর্তৃপক্ষের জবাব তলব করেন বিচারপতি। মঙ্গলবার বিচারকের সঙ্গে অর্পিতার সংক্ষিপ্ত একটি কথোপকথন হয়। বিচারক তাকে জিজ্ঞেস করেন, ‘ আপনার কি কিছু বলার আছে?’ উত্তরে অসুস্থতার কথা জানিয়ে অর্পিতা বলেন, ‘আমার দাঁতে ব্যথা হচ্ছে। জেলে চিকিৎসা হচ্ছে ঠিকই। তবে ব্যাথা পুরোপুরি কমছে না।”
অভিযুক্তর সমস্যা শুনে বিচারক বলেন, ‘‘দরকার হলে উনি বাইরে গিয়ে নিজের চিকিৎসা (Dental treatment) করাতে পারবেন। জেল কর্তৃপক্ষই সেই ব্যবস্থা করবে।’’ তবে বাইরে চিকিৎসকের কাছে চিকিৎসা করার অনুমতি মিললেও তার জামিন দেয়নি আদালত। আপাতত ৫ ডিসেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ রয়েছে।