বাংলা হান্ট ডেস্ক: দুবাইয়ের (Dubai) ব্যবসায়ীকে সংসদের লগইন ক্রেডেনশিয়াল (Login Credentials) দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। এবার সেই অভিযোগ মেনেও নিলেন মহুয়া। সেই সঙ্গে সংসদের লগইন আইডি এবং পাসওয়ার্ড হীরানন্দানিকে দেওয়ার কারণও জানালেন তিনি।
তৃণমূল কংগ্রেস সাংসদ জানান, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানি (Darshan Hiranandani) তাঁর বন্ধু। লোকসভায় (Loksabha) কী কী প্রশ্ন করবেন তিনি তা হীরানন্দানির অফিসের কোনও কর্মীকে টাইপ করে পাঠানোর জন্যই নিজের সংসদীয় ইমেইল লগইন আইডি এবং পাসওয়ার্ড (ID & Password) দিয়েছিলেন তিনি।
মহুয়া বলেন, ‘সংসদের ওয়েবসাইটে আমি যে প্রশ্নগুলি দিয়েছিলাম দর্শন হীরানন্দানির অফিসের কেউ প্রশ্নগুলি টাইপ করে দিয়েছিল। প্রশ্নগুলি টাইপ করার পর আমায় ওরা ফোন করত, আমি প্রশ্নগুলোর উপরে এক নজর বুলিয়ে নিতাম। কারণ নিজের কেন্দ্র নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। প্রশ্নগুলি ইমেলে (E-Mail) পাঠানোর পর আমার মোবাইলে ওটিপি আসত। আমি ওই ওটিপি (OTP) দিলে তবেই প্রশ্নগুলি সেখানে জমা করা যেত। তাই দর্শনের আমার আইডিতে ঢুকে নিজের মনগড়া প্রশ্ন লিখে দেওয়ার দাবি অত্যন্ত হাস্যকর।’
তৃণমূল সাংসদ আরও বলেন, ‘দর্শন হীরানন্দানির কাছ থেকে তিনি উপহার হিসেবে একমাত্র একটি স্কার্ফ, কিছু লিপস্টিক এবং আই শ্যাডো-সহ অন্যান্য মেকআপ আইটেম নিয়েছি।’ এরই সঙ্গে নিশিকান্ত দুবেকে (Nishikant Dubey) নিশানা করে মহুয়া বলেন, ‘বিজেপি (BJP) দাবি করছে আমি সংসদের লগইন আইডি বিদেশির হাতে তুলে দিয়েছি। দর্শন আমার বন্ধু, ওঁর ভারতীয় পাসপোর্টও আছে। এখন ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ ব্যর্থ হয়েছে, তাই জাতীয় নিরাপত্তার ইস্যু বানানো হচ্ছে। আমি নিজে সুইজারল্যান্ড থেকে লগইন করেছি, যদি এনআইসি-র প্রশ্ন ও উত্তর সংরক্ষিত থাকে, তাহলে কেন আইপি অ্যাড্রেসে রেস্ট্রিকশন বসানো হয়নি?’