বাংলাহান্ট ডেস্ক : বড় সড় কিছু পরিবর্তন আসতে চলেছে দেশের সাতটি ব্যস্ত রেল পথে। এর মধ্যে তিনটি এমন রেলপথ রয়েছে যেগুলি যুক্ত হাওড়ার সাথে। দেশের ৭টি রেলপথের খোল নলচে বদলে দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেছে ভারতীয় রেল। পরিকল্পনা বাস্তব করার জন্য সরকার খরচ করতে চলেছে প্রায় ৪.২ লাখ কোটি টাকা।
সূত্রের খবর, রেলের পরিকল্পনা অনুযায়ী দিল্লি-হাওড়া, মুম্বই-হাওড়া, হাওড়া-চেন্নাই, মুম্বই-দিল্লি, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি এবং মুম্বই-চেন্নাইয়ে ‘মাল্টি ট্র্যাক’ বসতে চলেছে। এরফলে আরও দ্রুতগতিতে এই রুটে গন্তব্যে পৌঁছাতে পারবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। রেল মন্ত্রক ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
আরোও পড়ুন : ‘পান্তা’র ইংরেজি নাম জানেন ? ৯৯% লোকই বলতে গিয়ে মাথা চুলকোবেন
জানা গেছে রেল মন্ত্রক আগামী ১০ বছর ধরে এই লক্ষ্যমাত্রা বাস্তব করার পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হতে পারে ২০২৪-২৫ সাল থেকে। এই কাজ চলবে ২০৩৩ ৩৪-সাল পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী রুটগুলিতে রেলের পক্ষ থেকে তৃতীয় ও চতুর্থ লাইন বসানোর কাজ করা হবে। যে জায়গায় যাত্রীদের চাপ যতটা সেই অনুযায়ী এগোবে কাজ।
এছাড়াও একাধিক ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করা হবে এই প্রকল্পের আওতায়। লক্ষ্য করার বিষয় এই যে সময় সরকার রেলের আধুনিকীকরণের জন্য প্রস্তাব গ্রহণ করছে সেই সময় দ্রুতগতির বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা করছে। গোটা দেশ জুড়ে সাতটি রেল পথে ২১৩টি প্রকল্প রেলের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে।