বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার নিঃসন্দেহে একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দ্বাদশ শ্রেণি পাশেই রয়েছে সরকারি চাকরির (Recruitment) দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যে এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মূলত, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) হেড কনস্টেবল পদে নিয়োগ করবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত হেড কনস্টেবল পদে নিয়োগ করবে CISF।
প্রয়োজনীয় যোগ্যতা: এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত দিক থেকে অবশ্যই দ্বাদশ পাশ হতে হবে। পাশাপাশি, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়া ও অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব করে থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার মিলবে বলেও জানা গিয়েছে।
বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হল ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ বছর নির্ধারণ করা হয়েছে।
বেতন: নিযুক্ত প্রার্থীদের বেতন হবে লেভেল ৪-এ। অর্থাৎ, মাসিক বেতন হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
আরও পড়ুন: বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এমন লজ্জার মুখোমুখি বাংলাদেশ! আর কারোর হয়নি এই অভিজ্ঞতা
পরীক্ষা: জানিয়ে রাখি যে, প্রার্থীদের শারীরিক পরীক্ষা (পিএসটি), মেধা এবং মেডিক্যাল পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুন: ‘জনগণের করের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিলে…’ সিঙ্গুর ইস্যুতে মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
আবেদন প্রক্রিয়া: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের cisfrectt.cisf.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো হবে পড়ে ফেলতে হবে এবং সেই অনুযায়ী পূরণ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি আপলোড করার পর আবেদন ফি দিয়ে প্রিন্ট বের করতে হবে। উল্লেখ্য যে, এক্ষেত্রে আবেদন ফি-র পরিমাণ হল ১০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এক্ষেত্রে গত ৩০ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।