২৪ বছরেই বিয়ে, ৩২-এ দুই সন্তানের বাবা! অভিষেকের জীবনের এই গোপন কাহিনি জানেন?

বাংলা হান্ট ডেস্ক: তিনি বাংলার যুবরাজ। ‘এক ডাকে’ যাঁকে পাওয়া যায়। বাংলার সাম্প্রতিক রাজনীতিতে যাঁর নাম সর্বদা চর্চায় থাকে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কম্যান্ড তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

বয়স মাত্র ৩৫ বছর। জন্ম ১৯৮৭ সালের ৭ নভেম্বর। রাজনীতিতে এসেছেন খুব বেশি সময়ও হয়নি। ২০১৪ সালে প্রথম তৃণমূল কংগ্রেসের টিকিটে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন অভিষেক। জেতেনও। তখন থেকেই যুব শাখার মাথায়। ধীরে ধীরে রাজনীতিতে পাকিয়েছেন হাত। ২০২১ সালে বিধানসভা ভোটে মমতা (Mamata)-অভিষেকের ডুয়ো দেখেছেন রাজ্যবাসী। বিরাট জয়ের পর আরও সক্রিয় হয়েছেন রাজ্য রাজনীতিতে। সাম্প্রতিককালে ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্না কর্মসূচিও হয়েছে তাঁর নেতৃত্বে।

রাজনীতিতে একেবারে মই বেয়ে চড়চড়িয়ে উঠেছেন অভিষেক। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন? সেটাও কম রোমহর্ষক নয়। শৈশবে নব নালন্দা হাই স্কুল এবং এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনা করার পর দিল্লিতে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন অভিষেক। মাত্র ২২ বছর বয়সেই ২০০৯ সালে এমবিএ ডিগ্রি পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর তার ঠিক দু-তিন বছর পরেই মাত্র ২৪ বছর বয়সে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক। রুজিরা নারোলার (Rujira Narula) সঙ্গে প্রেম করেই বিয়ে হয় অভিষেকের। এখন বিয়ের ১১ বছর কেটে গিয়েছে। তার মধ্যেই দুই সন্তানের বাবা তিনি। আজানিয়া (Azania) ও আয়াংশ (Ayansh Banerjee), এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখেই সংসার করছেন অভিষেক।

abhishek banerjee delhi

মাত্র ২৪ বছর বয়সেই সংসার জীবন শুরু হয় অভিষেকের। ২৭ বছরেই হন সাংসদ। হন বাবাও। ২০১৯ সালে দ্বিতীয় সন্তান হয় অভিষেক-রুজিরার। আর কয়েকদিন পর জীবনের ৩৬টা বছর পার করবেন অভিষেক‌। তার আগেই দুই সন্তানের জন্ম দিয়ে সুখে সংসার করছেন তৃণমূলের যুবরাজ।

Monojit

সম্পর্কিত খবর