১৯ ঘন্টা তল্লাশি! বনগাঁয় ব্যাগের পর ব্যাগ ভর্তি করে টানতে-টানতে কী নিয়ে গেল ED? অবশেষে জানা গেল

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর বর্তমানে রেশন বন্টন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। শিক্ষার পর এবার খাদ্য। সর্বপ্রথম এই মামলায় গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান। বাকিবুরের সূত্র ধরেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এই রেশন দুর্নীতির প্রতিবাদে শুক্রবার গোপালনগরের নহাটা বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে নেমেছিল বিজেপি।

সেখান থেকেই ‘বনগাঁয় জ্যোতিপ্রিয় মল্লিকের এক গার্লফ্রেন্ড রয়েছেন’ বলে দাবি করেছিলেন বনগাঁ (Bangaon) দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) স্বপন মজুমদার। শুধু তাই নয়, স্বপনবাবু আরও বলেন, রেশন দুর্নীতিতে যারা যারা জড়িত আছেন তাদের সকলের ঠিকানা হবে জেল। অভিযোগ করেছলেন, আটার মধ্যে ভুসি মিশিয়ে রাধাকৃষ্ণ মিল মালিক জনগণকে দিয়েছে। এর শাস্তি পেতে হবে।

আর ঘটনাচক্রে বিধায়কের এই মন্তব্যের কিছু ঘন্টা পরই, শনিবার সকালে বনগাঁয় রাধাকৃষ্ণ মিল এবং মালিকদের বাড়িতে হানা দেয় ইডি (Enforcement Directorates)। দীর্ঘ ১৯ ঘন্টা অভিযান চলে বনগাঁ রাধাকৃষ্ণ ফ্লওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালিদাস সাহার বাড়ি ও মিলে।

আরও পড়ুন: পুর দুর্নীতিতে ১ নম্বরে কামারহাটি! প্রথম দশের বিস্ফোরক তালিকা সামনে আনল ED, হাত বালুরও?

শনিবার সকাল ৮ টা থেকে মন্টু সাহা ও কালিদাস সাহার কালুপুরের মিল, বনগাঁ বাড়ি ও অফিসে একযোগে পৌঁছে যান ইডি আধিকারিকরা। রাত প্রায় ৩ টার নাগাদ দিকে বেরিয়ে যায় ইডি। বেরোনোর সময় ইডির হাতে ছিল বেশ কিছু ব্যাগ।

ed

সূত্রের খবর, মিল এবং বাড়িতে তল্লাশি চালানোর পর ব্যাগ ভর্তি করে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। তবে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে কিছু খোলসা করেন নি ইডি আধিকারিকরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর