মোদীকে নিয়ে গবেষণা! PhD ডিগ্রি অর্জন করে বিস্ফোরক দাবি মুসলিম মহিলা নাজমার

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীকে (Prime Minister) নিয়ে পিএইচডি (PhD) করে নজির গড়লেন উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা নাজমা পারভিন (Najma Parveen)। সম্প্রতি, এই মুসলিম (Muslim) মহিলা নাজমা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তবের নির্দেশনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপর গবেষণা সম্পন্ন করেছেন।

বারাণসীর নাজমা পারভিন জানিয়েছেন, প্রায় আট বছরের প্রচেষ্টায় তিনি মোদীর উপরে তাঁর গবেষণা শেষ করেছেন। নাজমা পারভিনের এই পিএইচডি ২০১৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election) নিয়ে। তিনি তাঁর গবেষণা সম্পর্কে জানিয়েছেন, ওই সময় তিনি প্রধানমন্ত্রীর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন। তিনি জানতে পেরেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন অনেক সংগ্রামে ভরা।

নাজমা আরও জানিয়েছেন, ২০১৪ সালে মোদীর উপর গবেষণা শুরু করেছিলেন তিনি। ২০২৩ সালের ১ নভেম্বর সেটি শেষ করেন। অর্থাৎ, ৮ বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত রাজনৈতিক বিষয়ে নিয়ে গবেষণা করেন। নাজমা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া উচিত। নরেন্দ্র মোদী কোনও বিশেষ ধর্ম বা বর্ণের নয়, গোটা দেশের প্রধানমন্ত্রী। তিনি গোটা দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

modi

নাজমার এই দীর্ঘ গবেষণার পর সম্প্রতি তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন। তিনি জানিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পিএইচডি করার জন্য তাঁকে রাজনৈতিক নেতা বেছে নিতে হতো। আর সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে তাঁকেই বেছে নিয়েছিলেন নাজমা। এই গবেষণায় মোট পাঁচটি অধ্যায় রয়েছে বলে জানা গিয়েছে। ক্ষমতা থেকে স্বাধীনতা, কংগ্রেসের (Congress) রাজবংশীয় শাসন, প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক জীবন, গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরম্যান্স, বিরোধীদের অভিযোগ সমালোচনার সময়কাল এবং জনগণ মিডিয়ার সমর্থন।

Monojit

সম্পর্কিত খবর