বুধেই ৩০০ দিনে পা দেবে DA আন্দোলন! দীর্ঘ এই অবস্থান বিক্ষোভের খরচ শুনলে ‘থ’ হবেন

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ডিএ (Dearness Allowance) নিয়ে তোলপাড় রাজ্য। বহু সময় থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employee’s)। ওদিকে দেশের শীর্ষ আদালতে চলছে মামলা। তবে ভাগ্যই খারাপ। সুপ্রিম কোর্টে (Supreme Court) বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। সেই নিয়ে হতাশ হয়ে পড়ছেন আন্দোলনকারীদের একাংশ।

da hike

আরও পড়ুন: লেপ-কাঁথা রেডি তো? এই সপ্তাহেই ১৫ ডিগ্রিতে নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট

৩০০ দিনে পা দেবে DA আন্দোলন

মহার্ঘ ভাতা আদায় থেকে শুরু করে একাধিক দাবি জানিয়ে রাজ্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইতিমধ্যেই একাধিক সংগঠন যৌথভাবে গড়ে তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারের পাদদেশে বহুদিন থেকে টানা বিক্ষোভ চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আগামীকাল বুধবার বাংলার ডিএ আন্দোলন ৩০০ দিনে পড়বে।

মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ

এই আবহেই প্রশ্ন উঠছে ডিএ আন্দোলনের জন্য কী কোনও ভাবে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে? সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ? এরই জবাব দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

আরও পড়ুন: মমতাকে ‘অগ্নিকন্যা’র তকমা! বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগের বিরাট ঘোষণা মুকেশ অম্বানীর

ঠিক কী বললেন তিনি?

ভাস্করবাবু বলেন, ‘এই মঞ্চে সকলে সবসময় বসে থাকেন না। একমাত্র যারা অবসরপ্রাপ্ত তারাই সবসময় থাকেন। অনেক সরকারি কর্মচারী অফিস শেষের পর বা সকালে শুরুর আগে কিছুক্ষণের জন্য আসে। কোনও কোনও কর্মচারী আবার ছুটির দিনে আসেন। তাই এখনও পরিষেবা বন্ধের কোনও ব্যাপার নেই। যদিও তিনি বলেন, ‘আগামীদিনে ঝাঁজ বাড়াতে পরিষেবা বন্ধ করেও আন্দোলন চলতে পারে।’

da protest bhhaskar ghosh

দীর্ঘ এই আন্দোলনে মোট কত টাকা খরচ?

এই বিষয়ে বিস্তারে কোনও হিসেব তুলে না ধরলেও ভাস্করবাবু বলেন, ‘এই ২৯৯ দিনে এখনও পর্যন্ত মোট এক কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এর মধ্যে দিল্লিতে গিয়ে যে আন্দোলন হয়েছিল সেই খরচও নথিভুক্ত রয়েছে। দিল্লিতে যাওয়ায় ৪০ লক্ষেরও বেশি টাকা খরচ হয়েছে। কারণ বাংলা থেকে মোট ৬৫০ জন আন্দোলনে সামিল হতে রাজধানীতে গিয়েছিলেন। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর