বাংলা হান্ট ডেস্কঃ সকল পার্শ্বশিক্ষকদের (Para Teachers) জন্য বিরাট সুখবর। স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্ররা পার্শ্বশিক্ষকের সমতুল্য নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশ,রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদের মধ্যে পার্শ্বশিক্ষকদের জন্যই ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ রাজ্যের সিদ্ধান্তেই শীলমোহর দিল হাইকোর্ট।
গত শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলাটি উঠলে তার রায়, স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর আইন অনুযায়ী ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে।
আপার প্রাইমারিতে ১০ শতাংশ শূন্যপদ কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের জন্যই থাকবে। এই শূন্যপদে অন্য কেউ সংরক্ষণ পাবেন না। স্পেশাল এডুকেটর, সম্প্রসারক কেউই সেই সুযোগ পাবেন না। এদিন আদালতের রায়ের পর কিছুটাস্বস্তি পেলেন হাজার হাজার পার্শ্বশিক্ষক।
ওদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং চলবে। আপাতত কাউন্সেলিং বন্ধ করার কোনও প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশের পর পরই পার্শ্বশিক্ষকদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা দূর হল বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ নিয়োগ সংরক্ষণের কথা জানায়। ১৪৩৩৯ শূন্যপদের মধ্যে ১৪৩৩ পদে চাকরি পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছিল এসএসসি। ওদিকে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন স্পেশাল এডুকেটর এবং সম্প্রসারকরা।
আরও পড়ুন: বাড়ল বিপদ! বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব করল CID, সাথে বড় নির্দেশ
এতদিন ওই পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এবার আদালত জানিয়ে দিল, ১০ শতাংশ সংরক্ষণ শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্যই থাকবে। স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে খুশি পার্শ্বশিক্ষকরা। তবে আদালের এই রায়কে চ্যালেঞ্জ করে স্পেশাল এডুকেটর এবং সম্প্রসারকরা ডিভিশন বেঞ্চে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।