অবশেষে এক টাইগারকে কিনলো ধোনির CSK, বাংলাদেশের তারকা ছাড়া IPL অসম্ভব! খুশিতে দাবি ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বহু বছর পর একবার বাংলাদেশের কোনও তারকা ক্রিকেটার ছাড়া আসন্ন আইপিএল (IPL 2024) আয়োজিত হবে এমন সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হলো না। দল পেলেন বাংলাদেশের (Bangladesh) তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের পর আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি পেলেন তিনি। ভিত্তিমূল্যেই তাকে নিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

তাকে আইপিএলে দেখে খুশি বাংলাদেশের ভক্তরা। দুই দেশের ক্রিকেট ভক্তদের সম্পর্কের অবনতি ঘটেছে গত কয়েক বছরে। তাও তাদের দেশের একজন ক্রিকেটার ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়ায় উচ্ছসিত টাইগার্স ভক্তরা। ২০১৫ সালে এই বাংলাদেশের ফাস্ট বোলারের অভিষেক সিরিজের কথা স্মরণে থাকবে অনেকেরই। ভারতের বিরুদ্ধেই নিজের ডেবিউ ঘটিয়েছিলেন মুস্তাফিজুর। রোহিত শর্মা সুরেশ রায়না দেখতে সিরিজের নাস্তানাবুদ করে সিরিজ সেরা ক্রিকেটার হয়েছিলেন এই তরুণ। সেই ধোনির সঙ্গে একটি বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

Mustafizur Rahman

ম্যাচের কথা বলা হচ্ছে সেই ম্যাচে মুস্তাফিজুর বারবার ব্যাটারদের রান নেওয়ার সময় তাদের সামনে চলে আসছিলেন। যদিও সেটা অনিচ্ছাকৃত বলেই দাবি করেছিলেন এই বাংলাদেশের ক্রিকেটার। ধোনি এবং অজিঙ্কা রাহানে যখন ব্যাটিং করছিলেন তখন ধোনির সঙ্গেও এই একই কাজ করতে জান তিনি। জবাবে কনুইয়ের এক ধাক্কায় মুস্তাফিজুরকে ছিটকে ফেলেছিলেন ধোনি। তারপর তাকে ওই ব্যাপারটি নিয়ে সতর্কও করেন ক্যাপ্টেন কুল। এখন সেই ক্যাপ্টেন কুলের নেতৃত্বেই খেলবেন মুস্তাফিজুর।

আরও পড়ুন: ধোনি যতই ট্রফি জিতুক, সেরা থাকবে সৌরভই! মন্তব্য ভারতীয় দলে খেলা ৩ বারের IPL জয়ী তারকার

তবে এবার বাকি দলগুলোর থেকে দলগঠনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। গত বছর ধোনির নেতৃত্বে নিজেদের পঞ্চম আইপিএল শিরোপা জিতেছিল দলটি। কিন্তু এই বছর তারা যে যে তারকাদের দলে নিলেন, তা দেখে তাদেরকেই ফের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছে ভক্তরা।

আরও পড়ুন: কোহলি, রোহিতের পর ১৫ বছর ভারতীয় ক্রিকেটে রাজ করবে এই ব্যাটার! মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় তারকার

গত বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলা দুই কিউয়ি তারকা রাঁচিন রবীন্দ্র, ড্যারেল মিচেলকে দলে নিয়েছে সিএসকে। বিশ্বকাপে পাথিরানাকে ছন্দ হারাতে দেখে মুস্তাফিজুরকে এনে পেস বোলিংকে সামাল দিয়েছেন তারা। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ ক্রিকেটার সমীর রিজভিকে দলে নিয়েছেন তারা। আসন্ন মরশুমে ওদের কাছ থেকে আবার দাপুটে পারফরম্যান্স দেখা যাবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর