কোহলি, রোহিতের পর ১৫ বছর ভারতীয় ক্রিকেটে রাজ করবে এই ব্যাটার! মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত আইপিএলে (IPL 2023) গুজরাট টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে তিনি নজর কেড়েছিলেন। তাই যখন ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের (India’s tour of South Africa) জন্য তাকে বেছে নেওয়া হয়, তখন কেউই অবাক হননি। তবে যারা আইপিএল ফলো করেন না, তাদের অনেকেই ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে (South Africa vs India) ওপেন করতে নামা বাঁ-হাতি ক্রিকেটার, সাই সুদর্শনের (Sai Sudharsan) পারফরম্যান্স দেখে অবাক হয়েছিল।

ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে ১১৬ রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অসাধারণ বোলিং করেছিলেন অর্শদীপ ও আবেশ। এরপর রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড দ্রুত ফিরলেও ১৭ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় ভারত। শ্রেয়স আইয়ারের সাথে জুটি বেঁধে নিজে ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ভারতকে প্রথমবার একটি পিঙ্ক ওডিআই জিততে সাহায্য করেন।

sai sudharsan

এই বিষয়টা নজর কেড়েছে ভারতের প্রাক্তন তারকা পেসার ইরফান পাঠানের। সাই সুদর্শনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই যে আত্মবিশ্বাস দেখিয়েছেন তা বেশ ভালো লেগেছে ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অলরাউন্ডারের।

আরও পড়ুন: সেদিন যুবি আগে নামলে…., যুবরাজকে গাছে তুলতে গিয়ে ফের ধোনিকে খোঁচা দিলেন গম্ভীর

ইরফান নিজের বক্তব্যে বলেছেন, “যদি একজন তরুণ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার পিচে এইরকম অভিষেক ঘটায়, তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি আগামী ১০-১৫ বছরের জন্য ভারতীয় দলের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পেয়েছেন। এটি প্রাথমিক, কিন্তু এটি একটি অসামান্য শুরু। প্রথম বলেই তিনি বাউন্ডারি মেরেছেন। সুতরাং, তিনি অনবদ্য ভাবে শুরু করেছিলেন সেটা বলাই যায়।”

আরও পড়ুন: ধোনিও যা পারেননি, সেটাই করলেন রাহুল! হার্দিকের বদলে তাকে রোহিতের উত্তরসূরি করার দাবি ভক্তদের

আজ ভারতীয় দল ৩ ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। আজ জিতলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় সম্পূর্ণ করবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। আজকেও সাইয়ের কাছ থেকে একটা সুদর্শন ইনিংস আশা করবে ভারতীয় দল।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর