বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমরা। ২০২৩ শেষ হতে আর বাকি মাত্র ১১ দিন। তারপরেই আমরা পদার্পণ করব আগামী বছর অর্থাৎ ২০২৪-এ। তবে এই ১১ দিনের মধ্যেও ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। উল্লেখ্য যে, ব্যাঙ্কিং পরিষেবা (Banking Services) হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা। তাই, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে এই বিষয়টি জেনে রাখা উচিত গ্রাহকদের।
তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ছুটিগুলি সব রাজ্যে একই দিনে হবেনা। বরং, বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে বিশেষ দিন উপলক্ষ্যে ব্যাঙ্কগুলি ছুটি থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) অর্থাৎ rbi.org.in-এর ওয়েবসাইট অনুসারে, ডিসেম্বরে কবে কবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে সেই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে তা তুলে ধরা হল।
১. ২৩ ডিসেম্বর ২০২৩: চতুর্থ শনিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২. ২৪ ডিসেম্বর ২০২৩: রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন: বড় দুর্ঘটনা এড়িয়ে প্রাণ বাঁচিয়েছেন মানুষের! শিয়ালদহ ডিভিশনের ট্রেনচালক পেলেন বিশেষ পুরস্কার
৩. ২৫ ডিসেম্বর ২০২৩: সোমবার; বড়দিনের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪. ২৬ ডিসেম্বর ২০২৩: মঙ্গলবার; বড়দিন উদযাপনের কারণে মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৫. ২৭ ডিসেম্বর ২০২৩: বুধবার; বড়দিনের কারণে নাগাল্যান্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
আরও পড়ুন: গিরগিটির মতো রঙ বদলায় আম্বানির গাড়িও! চোখের পলকে সবুজ থেকে হয়ে গেল বেগুনি, ভাইরাল ভিডিও
৬. ৩০ ডিসেম্বর ২০২৩: শনিবার, U Kiang Nangbah-এর মৃত্যুদিনের কারণে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭. ৩১ ডিসেম্বর ২০২৩: রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।