বর্ষশেষে উদ্বোধন হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রোর, বাড়ল অপেক্ষা! কবে শুরু হবে রেল চলাচল?

বাংলা হান্ট ডেস্ক : আবারও নিউ গড়িয়া-রুবি মেট্রোর (New Garia-Rubi Metro) উদ্বোধনের দিন পিছিয়ে গেল। তাহলে মেট্রোর উদ্বোধন কবে হবে? নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন কি ডিসেম্বরেই হবে? এবছর কি মেট্রোর সুযোগ সুবিধা পাবেন? দেখেনিন একনজরে ।

আগামী ২৪শে ডিসেম্বর নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু তা হচ্ছে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতার সফর বাতিল হয়েছে। তাই উদ্বোধনের যে পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষ করেছিল ছিল তা আপাতত স্থগিত রইল। যার ফলে আপনাদের এই মেট্রো সুবিধা পেতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

২৪শে ডিসেম্বরই যে নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন হবে, তেমনটা কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ২৪ তারিখেই উদ্বোধন হবে বলে নির্দেশ এসেছিল। সেইমতো জোরকদমে প্রস্তুতি শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। একাধিকবার  ৫.৪ কিলোমিটার অংশে মেট্রোর ট্রায়াল রান হয়। কখনও আবার ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ছোটে মেট্রো। কখনও এই স্পিড ছাড়িয়ে যায় ৯০ কিলোমিটারের গণ্ডিতে।

আরও পড়ুন : অবশেষে সুখবর! এই দিন থেকে DA বাড়ছে রাজ্য সরকারের কর্মচারীদের, বড় ঘোষণা মমতার

ইতিমধ্যেই মোদির কলকাতা সফর বাতিল হয়ে যায়। সফর বাতিল হওয়ার পরই একটা আশঙ্কা তো তৈরী হয়েই গিয়েছিল। যে ২৪শে ডিসেম্বর নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন নাও হতে পারে। তবে হ্যাঁ ভার্চুয়ালি উদ্বোধন করার একটা সম্ভাবনা ছিল। যদিও মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন হচ্ছে না।

তাহলে কবে হবে এই উদ্বোধন?

মেট্রো কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এটা আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সময় হলেই তিনি কলকাতা আসবেন তখন নিউ গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ডিসেম্বরে উনি না আসেন তাহলে এই উদ্বোধন জানুয়ারিতে করা হতে পারে। তবে সেটা ফেব্রুয়ারী মাসের ভোটার আগেই হয়ে যাবে।

আরও পড়ুন : বারাণসীতে মোদীর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী! মমতার মুখে এল বড় নাম

এমনিতে এই বছর সেপ্টেম্বর মাসে নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়েছিল। তবে এই বছরের ফেব্রুয়ারী মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commision Of Railway Safety) পক্ষ থেকে কমিশনারের ছাড়পত্র পেয়েছিল। সেই সময় ঘোষণা করা হয়েছিল, যে আসছে বছর ফেব্রুয়ারিতেই বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে। কিন্তু তেমনটা  হবে বলে মনে হচ্ছে না।

সম্পর্কিত খবর