বাংলা হান্ট ডেস্কঃ যেখানে নির্বাচনই হয়নি, সেখানে কলেজে কলেজে ইউনিয়ন রুম কী করছে? কোনও নির্বাচিত ইউনিয়ন নেই। অথচ জ্বলজ্বল করছে স্টুডেন্ট ইউনিয়ন রুম। নির্বাচন না হওয়ায় এই ইউনিয়ন রুমের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আইনজীবী সায়ন ব্যানার্জির করা সেই মামলায় এবার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court
বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে অন্তর্বর্তীকালীন রায় দিয়ে বলা হয়েছে, যত দিন না ভোট হচ্ছে অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে মামলা বিচারাধীন থাকবে। “আজ থেকে গোটা রাজ্যে কোন অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না ” বলে স্পষ্ট জানান বিচারপতি।
‘দাদাগিরিতে’ ফুলস্টপ!
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে কলকাতা সহ জেলাগুলিতেও কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। যা নিয়ে ক্রমশই অসন্তোষ বাড়ছে বিরোধী ছাত্র সংগঠনগুলির মধ্যে। কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোটের দাবিতে সরব হয়েছে তারা। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়।
আরও পড়ুন: CCTV ভেঙে কলেজে সন্ত্রাস চালাত, অন্য মেয়েদের নিয়ে কলেজে ঢুকতে চাইত! ‘ফাঁস’ মনজিতের গুন্ডাগিরি
যতদিন না পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভোট হচ্ছে ততদিন গোটা রাজ্যের সব কলেজের ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। উচ্চ আদালত জানিয়েছে , একমাত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া এই ইউনিয়ন রুম খোলা যাবে না। নির্বাচনের সময় ছাড়া কলেজের ইউনিয়ন রুম খোলা যাবে না বলে নির্দেশ।
আরও পড়ুন: বিদেশেও বজায় দাপট! ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, প্রথম ভারতীয় হিসেবে….
পাশাপাশি কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে রাজ্য সরকার কী ভাবছে তাও আদালতকে হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আদালতের নির্দেশ, আগামী ১৭ জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই বিষয়ে মতামত জানাতে হবে। কসবা ধর্ষণকাণ্ডের আবহেই হাইকোর্টের এই নির্দেশে রাজ্যের অস্বস্তি আরও কিছুটা বাড়ল বলেই মনে করা হচ্ছে।