বাংলা হান্ট ডেস্ক: সন্তানের জন্য তার বাবা সবকিছু করতে পারে। প্রয়োজন পড়লে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল(Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছে, গলা পর্যন্ত জলে ডুবে। চারিদিকে অথৈ জল। বাড়ি,ঘর,দোকানপাট সমস্ত কিছুই জলের তলায়। এহেন অবস্থায় মাথায় করে সন্তানকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিলেন এক তরুণ। তরুণের এই হৃদয়স্পর্শী ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ঝড় তোলে।

সন্তানকে বাঁচাতে গলা জলে ডুবে রইলন বাবা, ভাইরাল ভিডিও (Viral Video)
ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই তরুণ মাথায় একটি বড় গামলার ভিতরে ছোট্ট সন্তানকে শুয়ে রেখেছেন। তিনি হাঁটছেন গলা পর্যন্ত জলের মধ্যে দিয়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জলের স্তর তাঁর ঘাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবুও হাত উঁচু করে সন্তানকে রক্ষা করতে ব্যস্ত তিনি। এই ভাইরাল ভিডিওটি কোথায় এবং কবে ঘটেছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।(ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
View this post on Instagram
কেশব মিনা নামে এক ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে লেখেন,’বাবা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে’। ওই ব্যক্তির করা ভিডিওটি দেখে ফেলেছে লক্ষাধিক মানুষ। ভিডিওটিতে ৭৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে।এমনকি সেই ভিডিওটি দেখে ওই তরুণের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনেরা।
আরও পড়ুন: হু হু করে কমছে সোনার দাম, শুক্রবার হলুদ ধাতুর দর কত শহরে জানুন…
ওই তরুণ ও শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটিজেন। শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে অনেকে বলেছেন, এইভাবে এক গলা জলে শিশুটিকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। কারণ, ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় জল জমে আছে। এমনকি বাড়ি হোক বা দোকান, সবকিছুই জলে ডুবে গিয়েছে।